চোখ শব্দের বাংলা অর্থ চক্ষু, দর্শনেন্দ্রিয়। দৃষ্টি, নজর। সুদৃষ্টি, অনুকূল নজর, খেয়াল। লোলুপ দুষ্টি। বাঁশ আখ প্রভৃতির মূলে অঙ্কুরোদ্‌গমের স্থান। ওঠা, উঠা ের রোগবিশেষ, চক্ষুপ্রদাহ, ophthalmia। ের রোগ হওয়া। কপালে তোলা বিস্মিত বা আতঙ্কগ্রস্ত হওয়া। কাটানো চিকিৎসক দ্বারা ের ছানি কাটানো। কান খোলা সতর্ক, সজাগ। দৃষ্টি রাখা, দেখাশুনা। কান বুজে থাকা না দেখা, না শোনা। সব রকম দুখকষ্ট নীরবে সহ্য করা। খাওয়া, ের মাথা খাওয়া মনোযোগ না থাকা। বন্ধ হওয়া। খাগি, খাকি বিণ, বিচারবুদ্ধিহীনা নারী, অন্ধ নারী, কানি। খোলা জাগা, জেগে ওঠা। সাবধান হওয়া। জ্ঞান লাভ করা। গালা নষ্ট করা, ের তারা তুলে ফেলা। গেলো যে পাখির ডাককে ‘ গেলো’ শব্দের মতো মনে হয়, যে বিশেষ প্রকার পাখি ঐভাবে ডাকে। ঘুরানো/ঘোরানো, পাকানো ের তারা ঘুরানো বা পাকানো। চতুর্দিকে ক্রুদ্ধভাবে তাকানো। চড়ক গাছে ওঠা বিস্ময়ে চক্ষু বিস্ফোরিত হওয়া। চাওয়া মেলা। প্রসন্ন হওয়া। ছল ছল করাপানি দেখা দেওয়া, অবরুদ্ধ অশ্রুতে চক্ষু পুর্ণ হওয়া। ছাড়ানো প্রদাহযুক্ত ের পাতা পিচুটিতে বন্ধ হলে সেই পাতা খোলা। ছানাবড়া হওয়া বিস্ময়ে বড় হওয়া, অত্যন্ত বিস্মিত বা ভীত অবস্থা হওয়া। ঝলসানো তীব্র আলোকে প্রায় বন্ধ হওয়া। রূপে মুগ্ধ হওয়া। ঝাঁ ঝাঁ করা রৌদ্রকিরণে অথবা তীব্র আলোকে বোঝ ঝলসে যাওয়া। টাটানোব্যথা অনুভব করা। ঈর্ষাযুক্ত হওয়া, অপরের উন্নতি ও সমৃদ্ধি দেখে কাতর হওয়া। টেপা অন্যে না দেখে সেভাবে চক্ষুভঙ্গি করে ইঙ্গিত করা, ের সাহায্যে ইশারা করা। ঠারা ইঙ্গিতে প্রবোধ দেওয়া, মিথ্যা স্তোক দেওয়া। টেপা, বক্র দৃষ্টিতে ইশারা করা। দেওয়া কুদৃষ্টি বা বদ নজর দেওয়া, ঈর্ষাপূর্ণ বা লোলুপ দৃষ্টি নিক্ষেপ করা। নাচা ের পাতা স্পন্দিত হওয়া এবং সাধারণ বিশ্বাসে তা দিয়ে মঙ্গল ও অমঙ্গল সূচিত হওয়া। পড়া মনোযোগ আকৃষ্ট হওয়া, নজরে পড়ায় রীতিবিরুদ্ধ কিছু করার জন্য প্ররোচিত হওয়া। পাকানো ক্রোধে ের তারা ঘুরানো, রেগে ঘুরানো। ফুটানো খুলে দেওয়া। প্রকৃত বিষয় জানানো, সাবধান করে দেওয়া। ফোটা, ফুটা জন্মের পর প্রথম ের পাতা খোলা। বুদ্ধি হওয়া, জ্ঞান লাভ করা। প্রকৃত বিষয় জানতে পারা। বড়/বড়ো করা বিস্মিত হওয়া। বিঁধুলি কানা। বুজে থাকা ইচ্ছা করে না দেখা, ইচ্ছাপূর্বক উদাসীন থাকা। বুলানো, বোলানো কোনো জিনিস ভালো করে না দেখে উপর উপর দেখা, ভাসা ভাসা ভাবে দেখা বা পড়া। বোজা মরা। আমলে না আনা, প্রশ্রয় দেওয়া। মটকানো ইঙ্গিত করা, ইশারা করা। মারা এক বন্ধ করে গোপন কিছু ইঙ্গিত করা। রাখা সতর্ক থাকা মনোযোগী হওয়া। তত্ত্বাবধান করা। রাঙানো ক্রোধে লাল করা। ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করা। ক্রোধ প্রদর্শন করা, রাগ দেখানো। ভয় দেখানো। হওয়া মেলা। প্রসন্ন হওয়া। াি সামনাসামনি উপস্থিতি।ে পরস্পর দর্শন।আঙুল দিয়ে দেখানো প্রমাণ দিয়ে বোঝানো।ে কথা ইঙ্গিতে কথাবার্তা।ে রাখা দৃষ্টি বহির্ভূত হতে না দেওয়া। সজাগ দৃষ্টি রাখা, সতর্ক পাহারায় রাখা।ঠুলি দেওয়াঠুলি দিয়ে দৃষ্টি প্রতিহত করা। না দেখা। উপেক্ষা করা, উদাসীন হওয়া।ধরা পছন্দ হওয়া।ধুনা দেওয়া,ধুলা দেওয়া প্রকৃত তথ্য গোপন করে ফাঁকি দেওয়া। ঠকানো, প্রতারণা করা।মুখে কথা বলা বাচালতা করা। বাকপটুতা করা। মনোভাব গোপন করার জন্য তাড়াতাড়ি কথা বলা। চালাকি দেখানো। ের চামড়া চক্ষুলজ্জা।দেখা শুধু দর্শন লাভ। শুধু ক্ষণিকের জন্য দেখা, ক্ষণিক দর্শন। ের নেশা দেখবার জন্য প্রবল আকাঙ্খা। কেবল দর্শনেই আনন্দ। ের পর্দা ের পাতা। লজ্জা। ের পর্দা নাইনির্লজ্জ, বেহায়া। ের পলক ের পাতার পতন। নিমেষ, ক্ষণমাত্র, মুহুর্তকাল। ের পাতা ের উপরের চামড়া, নেত্রপল্লব। ের পানিতে নাকের পানিতে করা, ের জলে নাকের জলে করা ভোগানো, বিপর্যস্ত করা। ের বালি ের পীড়াদায়ক জিনিস। যাকে দেখলে ক্রোধ জন্মে, চক্ষুশূল। ের ভুল দৃষ্টিভ্রম, দেখার ভুল। ের মাথা খাওয়া দৃষ্টিহানি ঘটা, কানা বা অন্ধ হওয়া। ের সুখ প্রিয়দর্শন, দেখে আরাম।লঙ্কা বাটা দিয়ে কান্না ক্রন্দন, জোর করে কান্না।লাগাধরা। বিসদৃশ মনে হওয়া, খারাপ লাগা। আলো সহ্য করতে না পারা।সরষে ফুল দেখা বিপদ আপদে পড়ে মাথা ঘুরে যাওয়া, দিশেহারা হওয়া, বুদ্ধি লোপ পাওয়া।সাঁতার পানি বেশি মায়াকান্না, মিথ্যা দেখে এমন, পক্ষপাতী। অবিচারক, পক্ষপাতদুষ্ট। কটা, বিড়াল পীতাভ রঙের। কুঁচ ক্ষুদ্র গোল চোখ। কুটুরেকোটরে যে খোলের ভিতর ঢুকে গিয়েছে। ঘোলা যে পরিষ্কার নয়, ঘোলাটে। টানাটানা আয়ত চক্ষু, দুই কানের দিকে প্রসারিত সৌন্দর্যময়। টেরা যে ের দৃষ্টির গতি বক্র, যে ের দৃষ্টি সোজা নয় বাঁকা। সব কিছুই যে বাঁকা দেখে, দোষদর্শী। টেরাটেরা ো টেরা এমন, দৃষ্টি সোজা নয় এমন, বাঁকা। সবকিছু বাঁকাভাবে গ্রহণ করে এমন, দোষদর্শী, কটু সমালোচক। পটোল চেরা পটোল লম্বাভাবে দুই ভাগ করলে যে রূপ দেখায় সেই রূপ প্রসারিত চক্ষু, সৌন্দর্যময়। পানসে ভাসা ভাসা ঈষৎ নীল আভা যুক্ত চক্ষু। ভালো ব্যাধিহীন বা নীরোগ। প্রসন্ন বা অনুকূল দৃষ্টি। ভালোচাওয়া, ভালোদেখা শুভ দৃষ্টি নিক্ষেপ করা, প্রীতিপর্ণ দৃষ্টিপাত করা, সুনজরে রাখা। মন্দদৃষ্টি ‍কুদৃষ্টি, বিরূপ দৃষ্টি। ঈর্ষাপূর্ণ অথবা লালসাপূর্ণ দৃষ্টি। রাঙা/রাঙ্গালাল ক্রোধে বা নেশায় রক্তবর্ণ চক্ষু। মোহাচ্ছন্ন দৃষ্টি। সাদা স্বাভাবিক সহজ দৃষ্টি। যে দৃষ্টি ক্রোধ বা নেশা দ্বারা প্রভাবান্বিত নয়। সংস্কারশূন্য দৃষ্টি বা মন,

চোখ এর বাংলা অর্থ