চোর শব্দের বাংলা অর্থ গোপনে পরদ্রব্য অপহরণকারী, যে না বলে পরের দ্রব্য আত্মসাৎ করে, তস্কর। নি, নী, চুরনি, চুন্নি। কাঁটা ঘাস জাতীয় গুল্ম, এর কাঁটা কাপড়ে বিধে গেলে খোলা কঠিন, পুষ্পী। কুঠরি, কুঠুরি ঘরের ভিতরের ছোট গুপ্ত ঘর, টাকা পয়সা রাখবার গুপ্ত ঘর। সিঁড়ির নীচের খোপ। খণ্ডা ও অন্যান্য প্রকার দুষ্ট লোক। খেলা বালকবালিকাদের এক প্রকার খেলা, যাতে একজন সেজে পালায় এবং অন্যরা তাকে ধরতে চেষ্টা করে। ছেঁচড়া ও প্রতারক। পাহারা শত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য গুপ্তভাবে রক্ষিত পাহারা, গুপ্ত পাহারার কাজ। প্রপাত প্রাচীনকালে যে স্থান থেকে দণ্ডিত কে ফেলে দিয়ে বধ করা হতো। মরে সাত ঘর মজায়ে ধরা পড়লে অনেককে মকদ্দমায় জড়ায়।ে কুটুম্বিতাদুষ্ট লোকদের মধ্যে পারস্পরিক ঘনিষ্ঠতা ও সদ্ভাব।ে মাসতুতো/খালাতো চাই খারাপ ব্যবসায় বা বৃত্তিতে নিযুক্ত ব্যক্তিগণ, সমব্যবসায়ী, এক কাজের কাজি, এক পথের পথিক। ের উপর বাটপাড়িকে প্রতারণা পূর্বক তার দ্রব্য গ্রহণ, কে ঠকিয়ে উপার্জন, কেও প্রবঞ্চনা। ের মায়ের কান্না গোপন কান্না, ছেলের দণ্ডভয়ে তার মায়ের গোপন ক্রন্দন, ধিক্কৃত হবার ভয়ে জানাতে নিরুপায় ব্যক্তির গোপনে দুখ করা, গোপন করা অন্তর্দাহ। ের মার বড় গলাÑ অতিমাত্রায় অসৎ ব্যক্তির অতিরিক্ত সাধুতার ভান। নিজে অসৎ তা ভালোভাবে জেনেও অন্যের উপর চোটপাট। গোলাম যে খেলোয়াড়ের হাতে লুকানো তাসের জোড়া খেলবার সময় বের হয়ে পড়ে। ছিঁচকে পাকা বা সিঁধেল নয়, তবে সুযোগ পেলেই কিছু নিয়ে পালিয়ে যায় এমন। মন গাঢ় অনুরাগের পাত্র। সিঁধেল যে সিঁধ কেটে চুরি করে, যে চুরি বিদ্যায় পাকা এবং অভিজ্ঞ,

চোর এর বাংলা অর্থ