চৌ শব্দের বাংলা অর্থ চার, অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে চার সংখ্যা প্রকাশ করে এমন। আরি, আড়ি চার চালযুক্ত, চালি। বিদ্যালয়। দুয়ারি। চুতদ্বারী ঘর, দুয়ারী ঘর। কনিয়া চারি কোণবিশিষ্ট। কোণধারী। কাঠ দরজাজানালার চারপাশের ফ্রেম যাতে পাল্লা বসানো হয়। কাঠ না মাড়ানো গৃহে পদার্পণ বা প্রবেশ না করা, সম্পর্ক না রাখা, সম্পর্ক ছিন্ন করা। কুনে চার কোণবিশিষ্ট। কোণুক্ত। কোণ চার কোণ বিশিষ্ট। কোনা চার কোণযু্ক্ত, চুতষ্কোণ, চারটি কোণ এমন। খণ্ডি, খণ্ডী কি, চার পায়াযুক্ত খাটুলি, পায়া। চালা ঘর। চারখণ্ডে বিভক্ত। খুপি, খুপী চার খোপবিশিষ্ট, চেককাটা, চতুষ্কোণ ঘর আঁকা। গুণ চার গুণ, চারডবল। ঘুড়ি, ঘুড়ী চার ঘোড়া দ্বারা বাহিত গাড়ি, চার ঘোড়ার গাড়ি। চাকা, চাক্কা চার চাকাযুক্ত। চালা চার চালবিশিষ্ট। চার চালের ঘর, য়াড়ি ঘর। চির চার খণ্ডে বা অংশে বিভক্ত। খণ্ড বিখণ্ড, দীর্ণবিদীর্ণ। ছরা চার ছরা। ঠা মাসের চতুর্থ দিবস বা তারিখ। চতুর্থ। তলা, তালা চারতলাবিশিষ্ট, চারতলা। চতুর্থ তল। তারা চত্বর, অঙ্গন, উঠান। চার তারবিশিষ্ট তানপুরাজাতীয় বাদ্যযন্ত্রবিশেষ। তাল সঙ্গীতের একটি তালের নাম, বাদ্যযন্ত্রের এক প্রকার তাল। তিশা ত্রিশ অক্ষরের প্রতিটিকে আদ্যক্ষর করে রচিত কবিতা। ত্রিশ সংখ্যা। সংখ্যক। দিক চারদিক, সকল দিক। দিশ চারদিক। দোল, দোলা চতুর্দোলা, এক প্রকার শিবিকা বা পালকি। পথ মাথা, রাস্তা। পদ চতুষ্পদ। পদী চার চরণবিশিষ্ট ছন্দবিশেষ। চতুষ্পদ, চারপদ বিশিষ্ট, quadruped। পর, পহর চার প্রহর সময়, বারো ঘন্টা কাল। সমস্ত দিন বা রাত, সর্বক্ষণ। পল চার পলযুক্ত, চারকোনা। পায়া চার পায়াযুক্ত। চার পায়াবিশিষ্ট খাট বা কি। পালা কপাটহীন দোলাবিশেষ, চতুর্দোলা। বন্দি চতুর্দিকে ঘেরাও করা, চারদিক আবদ্ধ। মহলা চারতলাবিশিষ্ট, তলা। চার মহলাযুক্ত বাড়ি। মাথা, মোহনা, মোহানা চার পথের মিলনস্থল। চারটি নদীর সঙ্গমস্থল। মাথা। রাশি সংখ্যা, চুরাশি। সংখ্যক। রি, য়ারী চার চালযুক্ত। চার চালার ঘর। ষট্টি সংখ্যা। সংখ্যক। ষট্টি কলা প্রকার কলা বিদ্যা,

চৌ এর বাংলা অর্থ