ছাই শব্দের বাংলা অর্থ ভস্ম, খাক, কোনো পদার্থ সম্পূর্ণ পুড়ে যাবার পর যে মিহি অবশেষ থাকে, অকিঞ্চিত্কর অসার বা জঞ্জালতুল্য বস্তু বা বিষয়কিছুই নয়। চাপা আগুন — যে মর্মযন্ত্রণা বা প্রতিভা প্রকাশ করা যায় না বা প্রকাশিত হয় না।চাপা কপাল — ভাঙা কপাল, দুর্ভাগ্য।পাঁশ আজেবাজে জিনিস। ফেলতে ভাঙা কুলো অতি অকিঞ্চিত্কর কার্যসাধনের জন্য যে অবহেলিত ব্যক্তির প্রয়োজন।ভস্ম বাজে বা জঞ্জালতুল্য বস্তু। ভস্ম, কাঠ ইত্যাদি দগ্ধ হওয়ার পর যা অবশিষ্ট থাকে, খাক। অকিঞ্চিৎকর বিষয়, অসার বস্তু, আবর্জনা, জঞ্জাল। অর্থহীন বিষয়, কিছুই না। কপালে ভাগ্যহনি, দুর্ভাগা। করা কার্য পণ্ড করা, কার্য নষ্ট করা। কিছু না করা। গাদা য়ের স্তূপ, যেখানে ভস্মাদি স্তূপ করে রাখা হয়। চাপা আগুন অন্তরে বিদ্যমান অথচ বাইরে প্রকাশের অসাধ্য এমন বিষয়। চাপা কপাল আপাত উহ্য অদৃষ্ট, অপ্রকাশিত ভাগ্য, দুরদৃষ্ট, দুর্ভাগ্য। জাবা ও য়ের মতো বাজে জিনিস। পাঁশ, ভস্ম বাজে জিনিস, আবর্জনা বা জঞ্জালের মতো বস্তু, অসার বিষয়। ফেলতে ভাঙা কুলাতুচ্ছ বিষয়ের জন্য নিয়োজিত তুচ্ছ মাধ্যম, অপ্রয়োজনীয় অপদার্থ ব্যক্তি। দূর হোক বিরক্তি বা উদাসীনতার প্রকাশ। শত্রুর মুখে অনিষ্টকারী শত্রুর ইচ্ছা অপূর্ণ থাকবার প্রার্থনা,

ছাই এর বাংলা অর্থ