ছোঁয়া শব্দের বাংলা অর্থ স্পর্শ করা। স্পর্শ। স্পর্শ করা হয়েছে এমন, স্পৃষ্ট। ছুঁয়েছে বা ছুঁইছুঁই করছে এমন। ছোঁয়াচ স্পর্শ বা স্পর্শের প্রভাব। হানিকর সংস্পর্শ। ছোঁয়াচে সংক্রামক, স্পর্শে সংক্রমিত হয় এমন। ছোঁয়াছুঁয়ি বার বার স্পর্শ। পরস্পর স্পর্শ। স্পর্শজনিত দোষ। ছোঁয়ানো স্পর্শ করা, ঠেকানো, উক্ত অর্থে। ছোঁয়ালেপা অস্পৃশ্য বস্তুর বা ব্যক্তির সংস্রব। স্পর্শদোষ,

ছোঁয়া এর বাংলা অর্থ