ছোট শব্দের বাংলা অর্থ কণিষ্ঠ। অপেক্ষাকৃত অল্পবয়স্ক। ক্ষুদ্র, খর্ব। হীন, নীচ, হেয়। সমাজে অবনত। ক্ষমতায় বা পদমর্যাদায় অপেক্ষাকৃত খাটো। বিনীত, নম্র। সংকুচিত। মর্যাদায় হীন বা নীচ। ছোটখাটো অল্পায়তন, খর্বাকৃতি। নাতিদীর্ঘ। ছোটমুখে বড় কথা অবস্থার পক্ষে অশোভন উক্তি। অযথা অহঙ্কার, বৃথা গর্ব। ছোট লোক নীচ স্বভাবের বা ইতর প্রকৃতির লোক। অভদ্র বা অসভ্য ব্যক্তি। অন্ত্যজ বা নীচ কুলের লোক। ছোটলোকি, ছোটলোকামি ছোটলোকের আচরণ। ছোটলোকসুলভ, ইতরজনোচিত। ছোটলোকামির সাধনাই আমাদের কাছে জীবনসাধন হয়ে দাঁড়ায়মোহিতলাল মজুমদার। ছোটহাজরি প্রাতরাশ, নাশতা,

ছোট এর বাংলা অর্থ