জড় শব্দের বাংলা অর্থ অচেতন, চেতনাহীন, নির্জীব। ইন্দ্রিয়গ্রাহ্য, ভৌতিক। নিষ্ক্রিয়, চেষ্টাশূন্য। অজ্ঞান, মূর্খ, নির্বোধ। মোহগ্রস্ত, মূঢ়। বস্তুর উপাদান। যে বোধশূন্য, নিষ্ক্রিয় ব্যক্তি। মূর্খ বা অজ্ঞান ব্যক্তি। অচেতন পদার্থ। জড়ক্রিয় দীর্ঘসূত্রী, বিলম্বে কার্যকরী। জড়চেতনা তুকতাক বা মন্ত্রতন্ত্র, fetish। জড়চৈতন্যবাদ ভূতপ্রেত বা মন্ত্রতন্ত্রে বিশ্বাস। জড়জগৎ ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ। জড়তা, জড়ত্ব জড়ের ভাব। আচ্ছন্নতা, বুদ্ধি বা চেতনার অভাব। আড়ষ্টতা বা অস্পষ্টতা। শিথিলতা। আলস্য বা অস্বাচ্ছন্দ্যের ভাব। স্ফূর্তিশূন্যতা বা নিষ্প্রাণ ভাব, শৈথিল্য। শৈত্য। জড়ত্বজয়ী জড়তাকে জয় করেছেন বা পরাভূত করেছেন এরূপ। জড় পদার্থ যে সকল বস্তুর চেতনা নেই, matter, ক্ষিতি অপ্‌ তেজ মরুৎ ব্যোমএই পঞ্চভূত। জড়পিন্ড স্থূল জড়পদার্থ। জড়বৎ, নিশ্চেষ্ট ব্যক্তি। জড়পুত্তলী নিষ্প্রাণ পুতুল। গতিহীন আড়ষ্ট বা অলস ব্যক্তি। জড়প্রকৃতি জড় জগৎ, ভৌতিক জগৎ। অচেতন পদার্থের স্বভাব, নিষ্ক্রিয়তা। জড়ের প্রকৃতির মতো প্রকৃতিবিশিষ্ট। জড়প্রায় জড়ের ন্যায় নিস্পন্দ বা অচেতন। জড়বস্তু জড়পদার্থ। জড়বাদ আত্মার চৈতন্যময়ত্বে অবিশ্বাস, দেহাত্মাবাদ, জড়প্রকৃতির উর্ধ্বে আত্মার কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই এই মত, materialism। জড়বাদী যাঁরা আত্মার চৈতন্যময়তা স্বীকার করেন না, নৈয়ায়িক, materialist। জড়বিজ্ঞান প্রাকৃতিক বিজ্ঞান। জড়ভরত পৌরাণিক রাজাবিশেষ। কুঁড়ে, অকর্মণ্য, নিরুদ্যম, নিষ্ক্রিয়। স্থূলবুদ্ধি ও জড়ভাবাপন্ন ব্যক্তি। আড়ষ্ট বা জবুথবু। জড়সড় ভীত ও আড়ষ্ট। সংকুচিত, গুটিসুটি,

জড় এর বাংলা অর্থ