জন শব্দের বাংলা অর্থ লোক, ব্যক্তি, মানুষ। কমলা, মজুর, শ্রমিক। গণ, সমূহ। গোষ্ঠী বা সম্প্রদায়। ব্যক্তির সংখ্যা নিদের্শক। সাধারণ মানুষ বা সর্বসাধারণ, মানব সমাজ। ক্ষয় লোক নাশ। মড়ক, মহামারী। খাটানো শ্রমিক দ্বারা কাজ করানো। চক্ষু লোকচক্ষু। সূর্য। জৌলুস লোক বা অনুচরাদির সমারোহ বা জাকজমক বা ঘটা। তন্ত্র সাধারণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা শাসনব্যবস্থা, গণতন্ত্র, republic। নেতা, নায়ক সাধারণের পরিচালক। পদ, পাদ লোকালয়, লোকের বসতিস্থান। গ্রামদেশ, দেহাত, মফস্বল। দেশ, রাজ্য। জানপদ বিন। প্রবাদ যে কথা বহুদিন ধরে লোকমুখে চরে আসছে, শ্রুতি, কিংবদন্তি। প্রাণী, মানব এক লোকও, কোনো মানুষ বা প্রাণী, কোনো জীব্তু। প্রিয় দশে যাকে ভালোবাসে, লোকপ্রিয়, popular। বল্লভ সাধারণের ভালোবাসার পাত্র, লোকপ্রিয়, popular। বহুল বহুলোকে পূর্ণ, সমাকীর্ণ। বাদ লোক পরাম্পরায় প্রচলিত, রব, শ্রুতি। বিরল খুব কম লোক আছে এমন। ভূয়িষ্ঠ লোকবহুল, বহুল। মজুর শ্রমিক, কামলা, শ্রমসাধ্য কাজ করবার লোক। মত সাধারণের অভিমত। মন সাধারণের মন। মর্দ তার পেষণ। মানবশূণ্য এক লোকও না থাকা, সম্পূর্ণ নির্। মানবিক মানবের সন্বন্ধযুক্ত বা মানবপূর্ণ। যুদ্ধ সাধারণ যে যুদ্ধ সমর্থন করে ও তাতে অংশগ্রহণ করে। সাধারণের কল্যানার্থে যুদ্ধ। রব গুজব, লোকমুখে প্রচারিত কথা, যে কথা লোকপরম্পরায় রটে। লোক পুরাণে কথিত সপ্তলোকের একটি লোক। শিক্ষা সাধারণের জ্ঞানবৃদ্ধির ্য প্রচারিত শিক্ষা। শূন্য লোক বাস করে না এমন, মনুষ্যরহিত, নির্। শ্রুত প্রসিদ্ধ, বিখ্যাত। শ্রুতি লোকপ্রবাদ, কিংবদন্তি। রটনা, রব। সঙ্ঘ, সংঘ সর্বসাধারণের মঙ্গলে সাধারণ কর্তৃক গঠিত ও পরিচালিত সমিতি বা সভা। সমূহ, তা। ভিড়। সংভরণ, সম্ভরণ সরকার কর্তৃক গণের খাদ্য সরবরাহ ব্যবস্থা, civil supply। সমাজ মানবসমাজ, পরস্পর সন্মিলিত মনুষ্যগোষ্ঠী। সমুদ্র বিপুল তা, বিরাট সমাবেশ। সাধারণ সাধারণভাবে সমস্ত লোক, দেশের ইতরভদ্র সকল শ্রেণির লোক, public। সাধারণ ব্যক্তি। সেবা সর্বসাধারণের সেবাযত্ন। স্থান লোকের বসতিস্থান, লোকালয়। দণ্ডকারণ্যের একটি স্থান। স্রোত চলমান বহুলোকের প্রবাহ, প্রবাহ। হিত সর্ববসাধারণের কল্যাণকর। হীন লোকশূন্য, নির্,

জন এর বাংলা অর্থ