জমি শব্দের বাংলা অর্থ ভূমি, মাটি। চাষের উপযোগী ক্ষেত্র। ভূসম্পত্তি, ভূমিসম্পদ। ভূপৃষ্ঠ, ভূতল। বস্ত্রের বুনট। জমিজমা ভূসম্পত্তি। নিজের ও জমা নেওয়া জমি। জমিজায়দাদ যাবতীয় সম্পত্তি। জমিজিরাত, জমিজেরাত চাষের উপযুক্ত জমি, কৃষিক্ষেত্র, জোত। জমিদার ভূস্বামী, জমির মালিক। জমির মালিক হিসেবে যিনি প্রজার নিকট থেকে খাজনা গ্রহণ করেন। জমিদারি, জমিদারী জমিদারের পদ বা কাজ। ভূসম্পত্তি, তালুক। জমিদার বা জমিদারি সংক্রান্ত। জমি নেওয়া জমিজমা ক্রয় করা। কুস্তির সময়ে কুস্তিগিরের উপুড় হয়ে জমি আঁকড়ে ধরা। পরাস্ত হওয়া। মারা যাওয়া,

জমি এর বাংলা অর্থ