জল শব্দের বাংলা অর্থ পানি, বারি, সলিল, উদক, অন্বু, নীর, পয়, তোয়, অপ্‌। বর্ষণ, বৃষ্টিপাত। হালকা খাবার বা নাশতা। ক্ষয় বা ব্যয়। অশ্রু। ¨ শীতল, স্নিগ্ধ। হিমু, আড়ষ্ট। বিগলিত, তরল। অপচিত, নষ্ট, ব্যর্থ। সহজবোধ্য বা সরল। উঁচু, নিচু স্তাবকতা, তোষামুদি, মনরাখা কথা। ওঠা বের হওয়া বা বমি হওয়া। ভিতরে প্রবেশ করা। কন্টক পানিফল। কুমির। কবঞ্চ নারিকেল। শঙ্খ। পদ্ম। মেঘ। কর অথবা াশয় প্রভৃতির উপর দেয় বা ধার্য খাজনা। করা পানির মতো তরল করা। ক্রোধ প্রশমিত করা, ঠাণ্ডা করা। লোকশান দেওয়া। হিম বা আড়ষ্ট করা। ¨ ঐ সকল অর্থে। কল্লোল স্রোতের কলকল ধ্বনি। পানির ধ্বনিমুখর তরঙ্গ। কষ্ট পানির অভাবজনিত ক্লেশ বা পানি সংক্রান্ত অসুবিধা। কাক, পারাবত, বায়স পানকৌড়ি। কাদা বৃষ্টির পানি ও তার ফলে পথের কাদা। পথের পানি ও কাদা। কক্কুট গাংচিল। কক্কুটী। কুন্তল শেওলা, শৈবাল। কূর্ম শুশুক। কে পানি আনতে বা পানি সংগ্রহ করতে। কেলি, ক্রীড়া, খেলা পানিতে নেমে সন্তরণাদি খেলা, বিহার। খরচ করা শৌচ করা। খাওয়া পানি ও সামান্য খাবার খাওয়া, টিফিন করা, নাশতা খাওয়া। সামান্য কিছু মুখে দিয়ে পানি পান করা। খাবার যোগের বস্তু, টিফিন, নাশতা। মিষ্টান্ন। গণ্ডূষ এক হাতে যতটা পানি ধরে, এক আজঁলা পানি। গর্ভ ভিতরে পানি বিশিষ্ট, পানিপূর্ণ। গর্ভা। গালা নিংড়িয়ে ফেলা, নিংড়ানো। গ্রহণ না করা কোনো সম্পর্ক না রাখা। চর যে প্রাণী পানিতে বাস করে, জন্তু। ¨ াশয়াদিতে বাস করে এমন, বিহারী। চরী। চল বর্ণাশ্রম অনুসারে যেসব জাতের স্পৃষ্ট ব্রাহ্মণের ব্যবহারযোগ্য, াচরণীয়। চারী পানিতে বিচরণকারী, চর। চারিণী। চৌকি ছোট চতুষ্কোণ কাষ্ঠাসনবিশেষ। ছড়া প্রচুর পানির ছিটা। ছত্র, সত্র তৃষ্ণার্ত পথিকদের পানি বিতরণের স্থান। ছবি যে ছবি ভিজিয়ে অন্য কাগজে ছেপে ধরে ছাপ তোলা যায়। জ পানিতে জন্মে এমন, জাত। ¨ পদ্মফুল। শঙ্খ। জন্তু যে সকল প্রাণী পানিতে জন্মে ও তাতে বাস করে, চর প্রাণী। জান উদজান, Hydrogen। জিয়ন্ত, জীয়ন্ত, জ্যান্ত টাটকা, তাজা। অত্যান্ত স্পষ্ট, একেবারে প্রত্যক্ষ। সম্পূর্ণরূপে জীবন্ত ও প্রত্যক্ষ। বিশুদ্ধ, খাঁটি, ডাহা। ঝড় বৃষ্টি ও ঝড়, ঝঞ্ঝা। টল খাবার। টুঙি, টুংগি, টুঙ্গি, গৃহ াশয়ের মধ্যস্থলে তৈরি ঘরবিশেষ। তরঙ্গ লহরি, পানির ঢেউ। এক প্রকার বাদ্য। ¨ ঢেউখেলানো, তরঙ্গের মতো গঠনযুক্ত। ত্রাস াতঙ্ক রোগ। দ মেঘ। দস্যূ নদীপথে বা সমুদ্রে যারা ডাকাতি করে। দান বিশেষ তিথিতে হিন্দুদের পিতামাতার উদ্দেশ্যে দানের অনুষ্ঠান। দুর্গ পানিবেষ্টিত দুর্গ, যে দুর্গের চারিদিকে পানি, পরিখা দ্বারা ঘেরা দুর্গ। দেওয়া হিন্দুদের চিতায় পানি ঢালা। তর্পণ করা। মৃত্যু মুহুর্তে মুখে পানি দেওয়া। পানি সেচন করা। দেবতা হিন্দুমতে পানিতে বসবাসকারী দেবতা, বরুণ। দোষ উদরী, dropsy। কুরণ্ড, কোষ বৃদ্ধি, hydrocele। দ্রোণী সেঁউতি, পানি সেচনী। ধনু চন্দ্রের চারিদিকে চক্রাকারে যে বাষ্পরেখা দেখা যায়। ধর ধারণকারী। ¨ মেঘ। সমুদ্র। ধারা পানির প্রবাহ, পানির স্রোত। বৃষ্টিধারা। ধি সাগর, ধারণকারী। নকুল, ন’গলা অত্যন্ত কৃপণতা করা, বদ্ধমুষ্টি হওয়া। নালি, প্রণালি নিষ্কাশনের পথ, নর্দমা, পয়প্রণালি। নিধি সাগর, বারিধি, ধি। নির্গমনী নালি, নর্দমা। নীলিকা পৃথক ভুক্তি। পটি, পট্টি পানি দ্বারা সিক্ত বস্ত্রখণ্ড, সেক। পড়া মন্ত্রপূত পানি। ¨ পানি মন্ত্রপূত করা। পড়ে যাওয়া। বৃষ্টিপাত হওয়া, বৃষ্টি পড়া। পাই পৃথক ভুক্তি। পতি হিন্দুদেবতা বরুণ। সমুদ্র। পথ নৌকা স্টিমার জাহাজ প্রভৃতির সাহায্যে যাবার পথ, নদী সমুদ্র প্রভৃতি। নালি। পাত্র কলসি, ঘটি প্রভৃতি পানি রাখবার আধার। পান পানি খাওয়া। মুড়ি চিড়া খই ইত্যাদি সামান্য আহার। যোগ। পানি ছাত্রবৃত্তি, Scholarship। যোগের পয়সা। পিঁড়ি পা ধোয়ার পানি ও বসবার স্থান। পিপি পৃথক ভুক্তি। প্রদান মৃতব্যক্তির উদ্দেশ্যে দান। প্রপাত উচ্চস্থান থেকে অবিরত বেগে স্রোতের নিম্নে পতন। প্রবাহ স্রোত। প্লাবন পানিতে দেশ ভেসে যাওয়ার অবস্থা, বন্যা, বান। বহ পানি বহনকারী, ভিস্তি। ¨ পূর্ণ। বায়ু, হাওয়া আবহাওয়া, কোনো দেশ বা স্থানের সারা বৎসরের শীতগ্রীষ্ম বৃষ্টিপাত প্রভৃতির সাময়িকরূপ, আবহাওয়া। বাহ মেঘ। পানি বহনকারী, ভিস্তি। বাহিত পানির সাহায্যে সংক্রমিত। বিছুটি, বিছটি পানিতে ভিজানো বিছুটি গাছযা গায়ে লাগলে অতিশয় জ্বালা করে ও চুলকায়। বিজ্ঞান পানিবিষয়ক বিদ্যা বা শাস্ত্র। বিড়াল ভোঁদড়, উদ্‌। বিম্ব ভুড়ভুড়ি, পানির বৃদ্বুদ। বিষুব কার্তিক মাসের সংক্রান্তি। বিহার কেলি, ক্রীড়া, পানিতে নেমে যে খেলা। বুদ্বুদ বিম্ব, ভুড়ভুড়ি। ভাঙা, ভাঙ্গা ভেতর থেকে পানি বের হয়ে আসা, সন্তান প্রসবের সময়ে রমণীদের গর্ভাশয় থেকে পানি বের হওয়া, স্রাব হওয়া, পানমুচি ভাঙা। ¨ পানির ভিতর দিয়ে চলা। ভ্রমি নদী বা সমুদ্রের মধ্যে পানির পাক বা আবর্ত। মগ্ন পানিতে যুবেছে এমন। মগ্না। মজ্জনডোবা। ময় পূর্ণ,ব্যাপ্ত,প্লাবিত। ময়ী। মরা উত্তাপে পানি উবে গিয়ে শুকিয়ে যাওয়া। মার্জার ভোঁদড়, উদ্‌। মুক মেঘ, ধর। মুহরি পানি বের হওয়ার মুখ বা পথ, নর্দমা। যন্ত্র পানি তোলার কল। পানি ঘড়ি। ফোয়ারা। পিচকারি, spray। যান পথে ভ্রমন করার যান, নৌকা ষ্টিমার জাহাজ ইত্যাদি। যুদ্ধ নৌযুদ্ধ। যোগ পান, সহযোগে সামান্য কিছু খাবার খাওয়া, সামান্য আহার্য গ্রহণ ও পানি পান। রোধক যাহা পানি আটকে রাখে, watertight। শূকর কুমির। শৌচ মলমূত্র ত্যাগের পর অঙ্গাদি পানি দিয়ে ধুয়ে পবিত্রকরণ। সইপানিতে নিমজ্জিত বা পানি বরাবর। সত্র পৃথক ভুক্তি। সম পানির উপর অংশের ন্যায় সমতল, level। সরা যা থেকে পানি বের হয়েছে এমন। সহা, সওয়া হিন্দু সমাজে বিবাহাদি ব্যাপারে প্রতিবেশীর গৃহ থেকে সংগ্রহরূপ সংস্কার। সা পৃথক ভুক্তি। সাৎ পানিতে নিক্ষিপ্ত। পানিতে পরিণত। সেক সেচন, পানি সেচা, পানি ছিটানো। গরম পানিতে সিক্ত বস্ত্রখণ্ড নিংড়ে তার দ্বারা সেক বা উত্তাপ দান। স্তম্ভ নদী বা সমুদ্র থেকে পানির স্তম্ভাকারে উত্থান ও পতন, water spout। স্ফীতি পূর্ণিমা অমাবস্যায় নদী ও সমুদ্রের পানি বৃদ্ধি। হওয়া বৃষ্টি হওয়া। শান্ত হওয়া, ক্রোধ প্রশমিত হওয়া। তরল হওয়া বা গলে যাওয়া। সহজবোধ্য হওয়া। হয়ে যাওয়া রাগ পড়ে যাওয়া। একেবারে ঠাণ্ডা হয়ে যাওয়া। হস্তী হাতির ন্যায় জন্তু বিশেষ। হস্তিনী। হওয়া বৃষ্টি হওয়া। শান্ত হওয়া, ক্রোধ প্রশমিত হওয়া। তরল হওয়া বা গলে যাওয়া। হাওয়া ও হাওয়া, আবহাওয়া, বায়ু। হারা পানিশূন্য, হীন, শুস্ক। ¨ বাহক। লঘু, হালকা,। হাস ফেন।পড়া অস্থানে উপস্থিত হওয়া, অকূলে পড়া। অপাত্রে পড়া।ফেলা,দেওয়া বৃথা ব্যয় করা। অপাত্রে দান করা।যাওয়া লোকসান হওয়া, বৃথা হওয়া, নষ্ট হওয়া, অপচয় হওয়া। ের আলপনা ক্ষণস্থায়ী জিনিস। ের দাম অত্যন্ত সস্তা। ের মতো সহজ। ¨ সহজে, অবলীলাক্রমে, বিনা কষ্টে। ডুবে ডুবে খাওয়াগোপনে শাস্ত্রগর্হিত বা নিষিদ্ধ বা অন্যায় কাজ করা। সাতঘাটের খাওয়ানোভীষণভাবে জব্দ বা নাকাল করা,

জল এর বাংলা অর্থ