জাতি শব্দের বাংলা অর্থ জন্ম ও উৎপত্তি হিসাবে সমলক্ষণ বিচারে শ্রেণিবিভাগ। ধর্ম অনুযায়ী শ্রেণিবিভাগ। রাষ্ট্র দেশ বা সংস্কৃতি অনুযায়ী শ্রেনিবিভাগ। ব্যবসায় ও আচারগত শ্রেনিবিভাগ। race বা মানবজাতির বিভিন্ন শাখাগত বিভাগ। গোত্র বা কুলগত বর্ণভেদমূলক সামাজিক উপবিভাগ। শ্রেণি বা প্রকার। জন্ম, উৎপত্তি। জাতিকুল বর্ণ ও বংশ। জাতজন্ম। জাতিখাওয়া, জাতিলওয়া জাতি নাশ করা, জাতিভ্রষ্ট করা। সতীত্ব নষ্ট করা। জাতিখোয়ানো জাতিভ্রষ্ট হওয়া। জাতিগত জাতি সংক্রান্ত, জাতি সন্বন্ধীয়, জাতীয়। জাতির স্বভাব অনুযায়ী। জাতিচ্যুত জাতিভ্রষ্ট, কোনো অশাস্ত্রীয় বা অসমাজিক কাজের জন্য জাতি নষ্ট হয়েছে এমন। অধর্মীয় কাজের জন্য নিজের সমাজ বা জাতি থেকে বহিষ্কৃত। জাতিচ্যুতা। জাতিচ্যুতি। জাতিতত্ত্ব মানব জাতির মূল বিভাগ ও পরস্পর সন্বন্ধ বিষয়ে অনুসন্ধান বিদ্যা। জাতিত্ব জাতির অস্তিত্ব। জাতিধর্ম জাতির বিশেষ ধর্ম বা স্বভাব। জাতির করণীয় ধর্ম আচার প্রভৃতি। জাতিনাশ, জাতিপাত জাতিচ্যুতি, জাতি নষ্ট হওয়া। জাতিবর্ণ নির্বিশেষে, জাতিধর্ম নির্বিশেষে বিভিন্ন জাতি তাদের ধর্ম বা বর্ণের মধ্যে ভেদজ্ঞান না করে সাধারণভাবে সব শ্রেণির লোকের প্রতি সমান ভাব দেখানো। জাতিবাচক জাতি বোঝা যায় এমন, জাতিবোধক, জাতি নির্দেশক। শ্রেণি বা বর্ণসূচক। জাতিবাচিকা। জাতিবিদ্বেষ কোনো জাতির প্রতি হিংসা বা ঘৃণা। জাতিবৈর জাতিতে জাতিতে শত্রুতার ভাব। জাতিব্যবসায় জাতিগত বা বংশগত পেশা। জাতিভেদ ভিন্ন ভিন্ন জাতির পরস্পরের মধ্যে পার্থক্য। হিন্দুদের চার বর্ণ ও উপরিভাগের মধ্যে প্রভেদ। জাতিভ্রংশ জাতি নাশ। জাতিভ্রষ্টা। জাতিমারা জাতি নষ্ট করা। ¨ জাতিচ্যুত করা। জাতির জনক/পিতা কোনো জাতি বা রাষ্ট্রের প্রতিষ্ঠাতাপুরুষ। জাতিসংকর, জাতিসঙ্কর বিভিন্ন জাতির মিলনে জাত, বর্ণসংকর। জাতিসঙ্ঘ, জাতিসংঘ বিভিন্ন জাতির প্রতিনিধিবর্গের একত্র মিলন, বহু জাতির সন্মেলন, United Nation Organization সংক্ষেপে UNO। জাতিস্মর পূর্বে জন্মেছিলেন এবং সেই জন্মের কথা মনে আছে বলে মনে আছে এমন ধারণা, গত জন্মের ঘটনাসমূহ স্মরণ আছে এমন,

জাতি এর বাংলা অর্থ