জাগীর শব্দের বাংলা অর্থ চাকরির বেতন বা মাইনের পরিবর্তে প্রদত্ত ভূসম্পত্তির উপস্বত্ব ভোগের অধিকার। কৃতকর্মের পুরস্কার স্বরূপ বাদশাহ প্রভৃতির নিকট থেকে প্রাপ্ত নিষ্কর ভূসম্পত্তি। বিনা খরচে কোনো পরিবারে থাকাখাওয়ার ব্যবস্থা। জায়গিরদার জায়গিরের মালিক, জায়গির ভোগকারী। জায়গির দেওয়া আছে এমন, জায়গির পেয়েছে এমন। জায়গিরদারি জায়গিরের ভোগদখল,

জাগীর এর বাংলা অর্থ