ঝাড়া শব্দের বাংলা অর্থ ঝাড়া ক্রিঝাঁটা ঝাড়ন কুলো ইত্যাদি দিয়ে ময়লা দূর করানাড়া দিয়ে পরিষ্কার করাখালি করা, উজাড় করাযেকোনো পাত্র উপুড় করে নাড়া, নিক্ষেপ করামিটানোদেওয়া, প্রয়োগ করাদূর করাআছড়ানোমন্ত্রাদির বলে তাড়ানো, উক্ত সব অর্থে। ঝাড়া হয়েছে এমনপরিষ্কৃত, সাফ, যথাবত্, সম্পূর্ণএকটানা, অবিরাম। ঝাড়পোঁছ, ঝাড়াপোঁছা ঝেড়ে ও মুছে,ঝাড়াপোঁছাইবাছাই শোধন, পরিষ্কার করা।ঝাড়ান রোজাকে দিয়ে ঝাঁড়ফুঁক করিয়ে ভূত, বিষ, রোগ প্রভৃতি দূরীকরণ।ঝাড়াপোঁছানো ক্রিঝাড়াই করানো, পরিষ্কৃত করানো, রোজাকে দিয়ে ঝাড়ফুঁক করিয়ে ভূত বিষ রোগ প্রভৃতি দূর করানো। উক্ত সব অর্থে।ঝাড়াপোঁছাবাছা পরিষ্কার করা বা শোধন করা, ঝাড়াইবাছাই। পরিষ্কার করা। খালি করা। নিক্ষেপ করা, ছুড়ে মারা। মেটানো। বাগাড়ম্বর বা বাচালতা করা। দূর করা। আছড়ানো, বাছাই করা। উপযুক্ত সকল অর্থে। পরিমার্জিত। সম্পূর্ণ। একটানা। ঝাড়পোছ, ঝাড়পুছ, ঝাড়পোছা কোনো কিছু দ্বারা ধুলাবালি পরিষ্কারকরণ, সাফকরণ। ঝাড়াই পরিষ্কার করার বা ঝাড়ার কাজ। ঝাড়াইবাছাই ধুলা মাটি ইত্যাদি উড়েয়ে পরিষ্কারকরণ ও নির্বাচন। ঝাড়াঝাপটা ঝক্কি, ঝামেলা। ঝাড়ানো পরিষ্কার করানো। ওঝার দ্বারা ঝাড়ফুঁকের সাহায্যে রোগ, বিষ, ভূত প্রভৃতি দূর করানো, উক্ত সকল অর্থে। ঝাড়া হাত পা ঝামেলাশূন্য,

ঝাড়া এর বাংলা অর্থ