ঠেলা শব্দের বাংলা অর্থ ধাক্কা, জোরে আঘাত করে অগ্রসর করা। সংকট, বিপদ, দায়, বিপদ। যা ঠেলে চালাতে হয়। ধাক্কা দেওয়া, জোরে আঘাত করে সম্মুখে চালানো। অগ্রাহ্য বা লঙ্ঘন করা বা অমান্য করা, অবাধ্য হওয়া। বর্জন করা। পতিত করা। অবজ্ঞা করা। ঠেলা খাওয়া চোট পাওয়া। ঠেলাগাড়ি যে মালবাহী গাড়ি মানুষে ঠেলে নিয়ে যায়। ঠেলাঠেলি পরস্পরকে ধাক্কা দেওয়া, ধাক্কাধাক্কি। ঠেলা দেওয়া ধাক্কা দেওয়া। ঠেলামারা কথা বক্রোক্তি, অবিবেচকের মতো খামখেয়ালি কথা। ঠেলার নাম বাবাজিবিদ্যাপতিদে পড়ে অবজ্ঞাত লোককেও সমাদর করা, যে বিপদে ফেলে তাকে বাধ্য হয়ে মান্য করতে হয়। উল্টাঠেলা পাল্টা আক্রমণ। জাতে ঠেলা সমাজ থেকে বহিষ্কৃত করা। একঘরে করা। দায়ঠেলা একান্ত ঠেকে বা বাধ্য হয়ে করা। বেগার ঠেলা অনিচ্ছায় কোনো কাজ করা, বিনা পারিশ্রমিকে বাধ্য হয়ে কাজ করা। সমাজে ঠেলা অপরাধের জন্য সমাজ কর্তৃক পতিত করা,

ঠেলা এর বাংলা অর্থ