ডাক শব্দের বাংলা অর্থ সম্বোধন, আহ্বান। কন্ঠস্বর, বুলি, রব। চিৎকার, উচ্চশব্দ, হাঁক। গরু প্রভৃতির গর্ভগ্রহণ কালের ডাক। গর্জন। নিলামে ক্রেতা যে দর হাঁকে। প্রসিদ্ধ, খ্যাতি। রোগী দেখার আহ্বান। সর্বদা ডাকবার জন্যে ব্যবহৃত। ডাকওয়াল আহ্বানকারী, যে ডাকে। ডাককারী নিলামে যে দর হাঁকে। ডাকচড়া নিলামে ডাকে টাকার অঙ্ক বৃদ্ধি পাওয়া। ডাকছাড়া চিৎকার করা, উচ্চ শব্দ করা। ডাকডোক আহ্বান। খ্যাতি, পসার। ডাকদেওয়া ডাকা, মুক্তকন্ঠে আহ্বান করা। ডাকনাম যে নামে ডাকা হয়, প্রচলিত নাম। ডাকপাড়া বারবার ডাকা, ডাকের উপর ডাক দেওয়া। ডাকবাড়া নিলামের ডাকে টাকার অঙ্ক বৃদ্ধি পাওয়া। ডাকসাইটে অতি প্রসিদ্ধ। ডাকসুরত দেখলেই যা ধারণা হয়, মাপজোঁখ না করে যেরূপ কথিত আছে। ডাকহাঁক, হাঁকডাক গলাবাজি, ডাকাডাকি, চেচামেচি, হৈ চৈ, আস্ফালন। ডাকের সুন্দরী বিখ্যাত সুন্দরী, সুন্দরী বলে খ্যাতি আছে এরূপ। এক ডাকে চেনা খ্যাতিমান ও সুপরিচিত বলে নাম উচ্চারণমাত্র চিনতে পারা। এক ডাকের পথ নিকটবর্তী, খুব অল্প পথ। নামডাক খ্যাতি, সুনাম,

ডাক এর বাংলা অর্থ