ঢেঁকী শব্দের বাংলা অর্থ ধান ইত্যাদি ভানার জন্য কঠের তৈরি যন্ত্র। ঢেঁকিঅবতার নির্বোধ ও অলস ব্যক্তি। ঢেঁকি গেলা অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কোনো কঠিন কাজের দায়িত্ব নেওয়া। ঢেঁকি না কুলোঅন্নসংস্থানের অভাব। ঢেঁকির আঁকশলি ঢেঁকি সংলগ্ন দণ্ড বা শলাকা। অপ্রধান কিন্তু সঙ্গে থাকার কারণে ঝক্কিঝামেলা প্রায়ই পোহাতে হয়। ঢেঁকির কচকচি ঢেঁকির কচকচ শব্দের ন্যায় কলহ বিবাদ, ঝগড়া বচসা। ঢেঁকিশাক এক প্রকার বন্য শাক। ঢেঁকিশাল যে ঘরের ঢেঁকি থাকে, ঢেঁকির ঘর। ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানেযার যা স্বভাব তা মরলেও ছাড়তে পারে না। বুকে ঢেঁকির পাড় পড়া বুক টিপ টিপ করা, palpitate। মনে নিদারুণ আঘাত পাওয়া। রক্ত চঞ্চল হওয়া। বুদ্ধির ঢেঁকি ঢেঁকির মতো প্রকাণ্ডঅর্থাৎ নিরেট বোকা, নির্বোধ, ‍মূর্খ, বেওকুফ,

ঢেঁকী এর বাংলা অর্থ