তরু শব্দের বাংলা অর্থ গাছ, বৃক্ষ।কোটর গাছের গায়ের গর্ত।তল, মূল গাছের তলা, গাছতলা।রাজ, বর বৃক্ষশ্রেষ্ঠ, বট অশ্বত্থ প্রভৃতি বড় গাছ।লতা গাছের লতা।শির গাছের চূড়া বা ডগা।ণ নবযৌবনপ্রাপ্ত, কিশোর, নতুননবোদিতঅপরিণত। নবযুবক, কিশোর বালক। ণতা, ণত্ব, তারুণ্য ণ অবস্হা, ণ বয়স, নবযৌবন, কৈশোর, নবীনতা, অপরিপক্বতা। বৃক্ষ, গাছ। কুলেশ্বর আম্রবৃক্ষ। কোটর বৃক্ষকাণ্ডস্থ গর্ত, গাছের গায়ে যে গর্ত থাকে। তল, মূল বৃক্ষতলদেশ, গাছতলা। নখ কাঁটা, কণ্টক। বিলাসিনী নবমল্লিকা। ভুক পরগাছা। মৃগ শাখামৃগ, বানর। রাগ নবপল্লব, কিশলয়। রাজ, বর বৃক্ষশ্রেষ্ঠ। বট, অশ্বত্থ, তাল প্রভৃতি বড় বড় গাছ। রুহা পরগাছা। শির গাছের আগা বা মাথা। সার বৃক্ষের সার ভাগ। কর্পূর,

তরু এর বাংলা অর্থ