তামাকু শব্দের বাংলা অর্থ তামাক গাছ বা ঐ গাছের পাতা, ঐ গাছের পাতা, ধূম্রপণী। ঝোলা গুড় দিয়ে তৈরি তামাক পাতার চূর্ণ। তামাক খাওয়া, তামাক টানা, তামাক ফোঁকা হুঁকা প্রভৃতিতে তামাক পুড়িয়ে ধূমপান করা। তামাক সাজা হুঁকা গড়গড়া প্রভৃতির কলকেতে তামাক টিকা প্রভৃতি দিয়ে আগুন ধরানো। অম্বুরী তামাক সুগন্ধযুক্ত মিষ্ট তামাকবিশেষ। গুড়ক তামাক গুড় মেশানো সাধারণ তামাক যা কলকিতে সাজিয়ে ধূমপান করা হয়। দোক্তা তামাক শুকনো তামাক পাতা যা দিয়ে চুরুট তৈরি করা হয়। বড় তামাক গাঁজা। সুরতি তামাক পানের সঙ্গে ব্যবহারের মসলা মিশানো সুগন্ধ দোক্তা চূর্ণ,

তামাকু এর বাংলা অর্থ