তাম্র শব্দের বাংলা অর্থ এক প্রকার ধাতু, তামা। তামার মতো বর্ণবিশিষ্ট। কার যে তামা দিয়ে পাত্রাদি প্রস্তুত করে। কুণ্ড হিন্দুদের পূজায় ব্যবহৃত তামা দিয়ে তৈরি এক প্রকার পাত্র। গন্ধী তামার ন্যায় গন্ধ যার। গর্ভ তামা দিয়ে তৈরি বস্তু। তুঁতে। চূড় মোরগ। পট্ট, পত্র, ফলক তামার পাত যার উপর রাজাজ্ঞাদি খোদাই হতো, copper plate inscription। পত্র বর্ণ নতুন পত্র, কিশলয়। পল্লব রক্তপল্লব, লাল পাতা। রক্ত পল্লবযুক্ত বৃক্ষ। অশোক বৃক্ষ। পাত্র নির্মিত বাসন, তামার তৈরি বাসন। পুষ্প রক্তকাঞ্চন গাছ। ভুঁইচাপা গাছ। বর্ণ পুষ্পযুক্ত। বর্ণ তামার ন্যায় লালচে রং। তামার মতো বর্ণযুক্ত, তামাটে, াভ। বল্লি মঞ্জিষ্ঠা লতা। লিপি ফলকে লিখিত বা উৎকীর্ণ লিপি, Copper plate inscription। লিপ্ত, লিপ্তি প্রাচীনকালে বৃহৎ বাণিজ্যপীঠ হিসেবে বিখ্যাত তমলুক শহর। শাসন ফলকে খোদিত রাজনির্দেশ। শিখী চূড়, মোরগ। সার রক্তচন্দনের গাছ। কূট, কুট্টক তামাক। কূটধূম তামাকের ধোঁয়া। কূট সেবন তামাক খাওয়া, ধূমপান,

তাম্র এর বাংলা অর্থ