তাল শব্দের বাংলা অর্থ বৃক্ষবিশেষ, তাল ফল। তালকাঁড়ি তালগাছের রস। তালক্ষীর পাকা তালে রস জ্বাল দিয়ে প্রস্তুত ক্ষীর। তালচোঁচ বাবুই পাখি। তালজঙ্ঘা তালবৃক্ষের ন্যায় যার দীর্ঘ জঙ্ঘা, রাক্ষসবিশেষ। তালনবমী ভাদ্রমাসের শুক্লা নবমী। তালপড়া তাল গাছ থেকে তাল পড়া। পৃষ্ঠদেশে সশব্দে কিল পড়া। তাল পাটালি তালরস দিয়ে প্রস্তুত পাটালি গুড়। তালপাতা তালগাছের পাতা। তালপাতার সেপাই দীর্ঘ অথচ অত্যন্ত কৃশ, অতিশয় রোগা ও দুর্বল ব্যক্তি। তাল পুকুর যে পুকুরের তীরে অনেক তালগাছ আছে। তালবন তলগাছের সারি, তালগাছের বন। বৃন্দাবনের তালবনবিশেষ। তালবাখড়া শুকনা তালপাতার ডাঁটা। তালবৃন্ত তালগাছের ডাঁটাশুদ্ধ পাতা। তালপাতা দিয়ে নির্মিত হাত পাখা। তালশাঁস তালের কচি আঁটি, শাঁস, কচি তালবীজ। তালষাঁড়া, তালসাড়া তালগাছের কোমল বৃন্তমূলস্থ ঝুরি যা বৃক্ষকাণ্ডের সংলগ্ন হয়ে চতুর্দিকে বেষ্টন করে থাকে,

তাল এর বাংলা অর্থ