তৎ শব্দের বাংলা অর্থ সে, তিনি। সে, তা। কাল সে সময়, সে কাল বা যুগ। কালধী উপস্থিত বুদ্ধি, প্রত্যুৎপন্নমতি। কালিক, কালীন সে সময়কার, সে সময়ের, তদানীন্তন। কালোচিত সেই সময়ের উপযোগী, সেই সময়ের যোগ্য, সেই সময়োচিত। ক্ষণ সেই কাল, সেই সময়। ক্ষণাৎ অবিলম্বে, সে মুহূর্তে। পর তারপর, তদনন্তর। পটু, নিপুণ। উদ্যমশীল, সচেষ্ট, যত্নবান। পর হওয়া নিষ্ঠার সঙ্গে বিশেষ কাজে আত্মনিয়োগ করা। পরতা পটুতা, নৈপুণ্য, সতর্কতা, সচেষ্টতা। পরায়ণ তাতে মনোযোগী, তাতে বিশেষ আসক্ত, তন্নিষ্ঠ। পরায়ণতা তন্নিষ্ঠতা। পুরুষ পরম পুরুষ, আদি পুরুষ, ভগবান। সমাসবিশেষযাতে পুর্বপদের বিভক্তি লোপ হয় এবং প্রায়শ পরপদের অর্ধেক প্রাধান্য হয়। যেমন, গাছে পাকাগাছপাকা। সংক্রান্ত সেই সম্পর্কিত বা সম্বন্ধীয়। সদৃশ তার তুল্য, তাহার মতো, তদ্রূপ, তত্তুল্য। সম সদৃশ, তদ্রূপ। সংস্কৃত শব্দের অনুরূপ বাংলা শব্দ, অর্থাৎ সংস্কৃত ভাষা ও বাংলা ভাষায় এজমালি শব্দসমূহ। স্থলাভিষিক্ত তার পদে অভিষিক্ত বা নিযুক্ত বা অধিষ্ঠিত। তার প্রতিনিধিস্বরূপ। স্বরূপ সদৃশ। তার সহিত এক, তা থেকে অভিন্ন,

তৎ এর বাংলা অর্থ