দান শব্দের বাংলা অর্থ অর্পণ, প্রদান স্বত্ব ত্যাগ করে দেওয়া। সম্প্রদান, উৎসর্গ। বিতরণ। প্রদত্ত বস্তু। ত্যাগ। বিবাহেযৌতুক হিসেবে প্রদত্ত তৈজপত্র। হস্তিমদজল। পালা। পাশা বা কড়ি খেলার ছক নিক্ষেপ। দানখণ্ড হিন্দুদের কৃষ্ণলীলায় নৌকা পার করা বিষয়ক পালা গান। দানখয়রাত আপন স্বত্ব ত্যাগ করে টাকাকড়ি বা বস্তু দেওয়া। দানধর্ম দানাদি কর্ম ও ধর্মীয় আচরণ। দানপতি অতিশয় দাতা, যে ব্যক্তি দানকর্মে সতত নিযুক্ত। দানপত্র স্বত্ব ত্যাগ করে অন্যকে কিছু দান করার দলিল। দানবীর, দানশৌণ্ড অত্যন্ত দানশীল, সর্বস্ব দান করতে ইচ্ছুক এমন। দানশীল দানে অভ্যস্ত, সর্বদা দানে রত এমন। দানসজ্জা বিবাহাদিতে বর বা বধূকে দানের জন্য সজ্জিত দ্রব্যসমূহ। দানসত্র যে প্রতিষ্ঠানে অনাহূত রবাহূত সকলের মধ্যেই নির্বিচারে খাদ্যাদি বিতরণ করা হয়। দান সাগর অত্যন্ত দানশীল। হিন্দুদের মধ্যে শ্রাদ্ধোপলক্ষে শ্রাদ্ধকর্তা কর্তৃক ষোলোটি দান। দানসামগ্রী দানের উপকরণ, দান করার জিনিসপত্র। ভরনদান জাতিবর্ণনির্বিবিশেষ গরিবদুখীকে দান। যেমন দান তেমন দক্ষিণা দানের পরিমাণ অনুযায়ী দক্ষিণা। নিকৃষ্ট পারিশ্রমিকের পরিবর্তে তদনুরূপ আশা করা,

দান এর বাংলা অর্থ