দীক্ষা শব্দের বাংলা অর্থ ইষ্টমন্ত্রদান, মন্ত্রগ্রহণ, গুরুর কাছ থেকে প্রাপ্ত মন্ত্র বা উপদেশ কোনো উচ্চ আদর্শে বা সংকল্পসাধনে আত্মোত্সর্গ উপদেশ, শিক্ষা নিয়ম, সংস্কার বা ব্রতপালন।গুরু যিনি দেন।দীক্ষিত লাভ করেছে এমন, ধর্মোপদেশ, মন্ত্রোপদেশ, তত্ত্বশিক্ষা, ধর্মাদর্শ। তত্ত্বজ্ঞান লাভের জন্য মন্ত্রদান, বয়াত। কোনো বিশেষ সংকল্পসাধনে প্রেরণাদান বা নিযুক্তি। উপদেশ, শিক্ষা, সংস্কার। প্রবর্তনা, প্রবৃত্তি সংস্কার। গুরু দাতা, মন্ত্রদাতা, যাঁর নিকট থেকে মন্ত্রোপদেশ গ্রহণ করা হয়। র্থী যে ব্যক্তি গ্রহণে ইচ্ছুক, মন্ত্রোপদেশ গ্রহণকারী। দীক্ষিত এক ধর্ম ত্যাগ করে ভিন্নধর্ম গ্রহণকারী। বা মন্ত্রোপদেশ পেয়েছে এমন, ব্রত যজ্ঞ বা কোনো বিষয়ে গুরুর উপদেশপ্রাপ্ত,

দীক্ষা এর বাংলা অর্থ