দীন শব্দের বাংলা অর্থ দরিদ্র, গরিব, অভাবগ্রস্ত, নিসম্বল। করুণ, কাতর। হীন, নীচ, অনুদার। ভীরু। দীনা। দীনতা, দৈন্য দারিদ্র্য, নির্ধনতা, দীনের ভাব, হীনতা। অভাব। দীন বিণ। দীননাথ, দীনবন্ধু, দীনশরণ দরিদ্রের আশ্রয়দাতা। আল্লাহ, পরমেশ্বর। দীনভাবাপন্ন অতিশয় কাতর, দুখিতচিত্ত। দীনহীন অত্যন্ত গরিব বা দুখী, অতিশয় নিস্ব,

দীন এর বাংলা অর্থ