দেওয়া শব্দের বাংলা অর্থ প্রদান করা। জোগানো, সরবরাহ করা। দান করা। বিবাহে কন্যা সম্প্রদান করা। জন্মানো, উৎপন্ন করা। ন্যস্ত করা, নিযুক্ত করা, অর্পণ করা। বিসর্জন করা, উৎসর্গ করা। পাঠানো। সেচন করা। প্রয়োগ করা। বিক্রয় করা, বিনিময় করা। জ্ঞাপন করা, জানানো, বলা। আরোপ করা। ক্ষমতা বা যোগ্যতা দেখানো। স্থাপন করা, বসানো। অনুষ্ঠানাদি সম্পাদন বা শেষ করা। প্রতিষ্ঠা বা নির্মাণ করা। পরিধান করা। প্রবিষ্ট করা, ভর্তি করা। ফেলা, নিক্ষেপ করা। মঞ্জুর করা। অনুমতি দান করা, বাধার সৃষ্টি না করা। বন্ধ করা, আটকানো। বপন করা। লেখা বা আঁকা। স্পর্শ করা, স্পৃষ্ট করা। বুলানো। ঘর্ষণ করা, লাগানো। মারা। রাখা। সৃষ্টি করা, তৈরি করা। শেষ করা, সমাপ্ত করা। প্রবেশ করানো, ঢুকানো। সঞ্চার করা। ভার বা দায়িত্ব দেওয়া। প্রতিশ্রুতি দান করা। চ্যুত হওয়া। জ্বালানো। সন্নিবেশ করা। প্রদত্ত। উক্ত সকল অর্থে। দান বা দত্ত সামগ্রী। উক্ত সকল অর্থ,

দেওয়া এর বাংলা অর্থ