দেখা শব্দের বাংলা অর্থ ক্রি দর্শন বা অবলোকন করা তাকানো অভিজ্ঞতা বা প্রত্যক্ষ জ্ঞান লাভ করা চিন্তা করা, পরীক্ষা করা, পর্যবেক্ষণ করা তত্ত্বাবধান করা, সেবাশুশ্রূষা করা উপভোগ করা খুঁজে বার করা পরিদর্শন করা9 পড়া, পাঠ করা0 বোধ করা চেষ্টা করা বিচারবিবেচনা করা, সিদ্ধান্তে উপনীত হওয়া অবলম্বন বা অনুসরণ করা অপেক্ষা করাসাবধান হওয়া, উক্ত সব অর্থে। দৃষ্ট। দেওয়া ক্রি সামনে আসা, আবির্ভূত হওয়া, প্রাদুর্ভাব হওয়া,দেখি পরস্পর নিরীক্ষণ বা সাক্ষাত্কার অন্যায়ভাবে পরস্পরের খাতা দেখে নকল করা,নো ক্রিপ্রদর্শন করাদেখতে দেওয়া,শুনা, শোনা তত্ত্বাবধান, অভিভাবকতা, অনুসন্ধান, খোঁজখবর,সাক্ষাত্ পরস্পর সাক্ষাত্ ও খবরাখবরের আদানপ্রদান।দেখিয়ে দেওয়া ক্রি শিখানো, বাতলানো জব্দ করা,চোখের — দ্র চোখ।দেখেশুনে সতর্কভাবে, সাবধানে, চার দিক বুঝে,দেখতে দেখতে দ্র দেখতে দেখতে।দেখে নেওয়া ক্রিজব্দ করা, দর্শন করা, চোখে পড়া। দৃষ্টিপাত করা, তাকানো, চাওয়া। তত্ত্ব নেওয়া, তত্ত্বাবধান করা। সেবা শুশ্রূষা করা। চিকিৎসা করা। অভিজ্ঞতা থাকা, প্রত্যক্ষ জ্ঞান লাভ করা। পরীক্ষা বা পর্যবেক্ষণ করা, বিচারবিবেচনা করা। বিলম্ব করা, অপেক্ষা করা। খুঁজে বের করা, সন্ধান নেওয়া। চেষ্টা করা। জব্দ করা, হুমকি দেওয়া, ভয় নো, চোখ রাঙানো। স্থির করা, বোঝা, সিন্ধান্তে আসা। সাবধান হওয়া। উপভোগ করা। অনুসরন করা, অবলম্বন করা। পাঠ করা। সাক্ষাৎ করা। ধারণা করা। দর্শন, সাক্ষাৎ। দৃষ্ট। দেখই দেখে। দেখতে না দেখতেঅত্যন্ত অল্প সময়ের মধ্যে, অতি দ্রুত। দেখব দেখব। দেখবে। দেখবি দেখবে। দেখবি। দেখভাল করা অনুসন্ধান করা, উত্তমরূপেখোঁজখবর করা। দেখমার করা দেখতে পেলেই প্রহার করা। দেখলি দেখলে। দেখলু, দেখলু দেখলাম। দেখিয়ে/ইয়া দেওয়া শেখানো, বাতলিয়ে দেওয়া, পড়া দেখিয়ে দেওয়া, পথ দেখিয়ে দেওয়া। জব্দ করা, ভীতি প্রদর্শন করা। দেখি পরস্পর সাক্ষাৎ। পরস্পর অনুকরণ। অনুকরণে, নকলে। নো প্রদর্শন করা, অন্যের দৃষ্টি আকর্ষণ করা। উক্ত অর্থে। য়লি লে। য়সি ও। শুনা, শোনা তত্ত্বাবধান, খোঁজখবর। সাক্ষাৎ। সাক্ষাৎ পরস্পর সাক্ষাৎ ও আলাপ। দেখতে/দেখিতে নিমেষের মধ্যে, অল্প সময়ের মধ্যে, চোখের সম্মুখে। দেখিলদেখিলুঁ দেখলাম। দেখে নেওয়া প্রতিশোধ নেওয়ার ভয় নো। চোখের চোখ। লোক নো লোক,

দেখা এর বাংলা অর্থ