দো শব্দের বাংলা অর্থ দুই। আনি — দ্র দু।আব দুই নদীর মধ্যবর্তী বা দুটি নদীবিশিষ্ট দেশ বা ভূভাগ।আঁশ এঁটেল বা বেলে মাটির মিশ্রণজাত,আঁশলা বর্ণসঙ্কর দুরকম পদার্থের মিশ্রণজাত।কর দ্বিগুণ, দুইবার,কলা, কা মাত্র দুজন বা দুজনে, সরসহ,চালা দু দ্র।ছতরি উপরের ছাদের নীচে ঘরের মধ্যে ছোট ছাদ।ছুট, ছোট দ্বিতীয় বস্ত্র অর্থাত্ উত্তরীয়, চাদর।তরফা দ্র দু।তলা, তালা, দুতলা দুই স্তর বা তলবিশিষ্ট। পাকা বাড়ির দ্বিতীয় তল।তারা, ধারি, নলা, নালা, পেয়ে — দ্র দু।পড়া, গায়েহলুদের পরে বিয়ে ভেঙে গেছে এমন,ফলা, ফলা দুই ফলকযুক্ত বছরে দুবার ফল দেয় এমন,ফসলি বছরে দুবার ফসল হয় এমন,ফাল, ফালি — দ্র দু।ভাষী, দুভাষী যে দুটি ভাষা জানে। যে উভয়ের ভাষা বা বক্তব্য অনুবাদ করে বুঝিয়ে দেয়, interpreter.,মনা, মুখো, মেটে, য়ানি দ্র দু।য়াবআব এর বানানভেদ।রকা, রোকা, রোখা দুই দিকে কারুকার্যযুক্ত বা রংযুক্ত,রসা আধপচা আঁশ মিঠেকড়া,শালা শালের জোড়া।সুতি দ্র দু।হাতিয়া দুহাতিয়া র রূপভেদ। দুইয়ের সংক্ষিপ্ত রূপ। আনি = দু। আব য়াব। আঁশ এঁটেল ও বেলেমাটি মিশ্রিত। আঁশলা, আঁসলা বর্ণসংকর, ভিন্ন ভিন্ন জাতের পিতামাতার সংযাগজাত। দুই প্রকার পদার্থের মিশ্রণের ফলে জাত। এঁটেল ও বেলেমাটি মিশ্রণে উৎপন্ন, আঁশ। কর দুইবার, ডবল, প্রতিলিপি। পুনর্বার, আবার। কলা, কা দুই জন, এক সঙ্গে দুই জন। দুজনে। দ্বিতীয় জন। কাতারি দুই সারি। গজা ইংরেজ আমলের পূর্বে বাঙালি মেয়েদের ব্যবহৃত ওড়নাবিশেষ। চালা, দুচালা দুইচাল আছে যাহাতে এমন। দুই চালবিশিষ্ট ঘর। চোখা নির্বিচারে, দুই চোখে যাহাকে দেখা যায় তাহাকেই। ছটি, ছুটি, চ্ছুট, ছোট উত্তরীয়, উড়ানি। দুই বেড়। ছতরি ঘরের ভিতর ছাদের নিম্নস্থ গলিপথের ছাদ। জবর, বজবরে যে দ্বিতীয়বার বিয়ে করেছে বা করে এমন। জমি যে জমিতে বৎসরে দুইবার ফসল হয়। আঁসলা জমি। টানা, দুটানা পরস্পর বিপরীতধর্মী দুই পক্ষ, দিক বা বস্তুর প্রতি আকর্ষণ। দ্বিধা। তরফা, দুতরফা উভয় পক্ষীয়, উভয় পক্ষ সম্বন্ধীয়। ‍উভয় পক্ষই অংশগ্রহণ করেছে বা উভয় পক্ষের বক্তব্য শোনা হয়েছে এমন। তলা, দুতলা দুই তল বা স্তরযুক্ত। এক তলার উপরস্থ দ্বিতীয়তল বা স্তর, দ্বিতলের ঘর। তারা, দুতারা দুই তারযুক্ত বাদ্যযন্ত্রবিশেষ। থরি দুই স্তরযুক্ত, দুই থাকযুক্ত। দমা দুই বার আওয়াজ করে এমন। দুল দুলছে বা লায়মান এমন। দুল্যমান অনবরত লে বা দুলছে এমন। দেল দুই মনা, কপট। ধারি, দুধারি দুই ধারে অবস্থিত, উভয় পার্শ্বস্থ। উভয় পার্শ্বে ধার আছে এমন, উভয় প্রান্ত ধারালো এমন। দোনলা, নালা, দুনলা, দুনালা দুটি নল বা চোঙবিশিষ্ট। দুই নলবিশিষ্ট বন্দুক। পড়া বিবাহ স্থির হবার পর কোনো কারণে বিবাহের সম্বন্ধ ভেঙে গেছে এমন। পুনর্বার বিবাহিতা। পাট্টা উত্তরীয়, উড়ানি, চাদর ভারে বেচারী বধূ ক্লান্তবেগম রোকেয়া, পুরান পাটা গায় দিতে টানাটানিকবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী। লম্বালম্বিভাবে জোড়া দেওয়া দুই খণ্ড বস্ত্রযুক্ত। দুই স্তরে বিন্যস্ত। পাল্লি, পাল্লা দুই পাল্লাযুক্ত। পেয়ে, দুপেয়ে দুইটি পদ বা পায়া আছে এমন, দ্বিপদ। মানুষ। ফলা, দুফলা দুইটি ফলক আছে এমন। বৎসরে দুইবার ফল দেয় এমন। ফসলি বৎসরে দুইবার ফসল জন্মে এমন। ফাঁকড়া, ফ্যাকড়া, ফরকা দুইটি ডালা বা শিখায় বিভক্ত। ফাল, ফালি, দুফাল, দুফালি দুইখণ্ড। দুইখণ্ডে বা ফালিতে বিভক্ত। ভাপা, দুভাপা দুইবার সিদ্ধ করা বা ভাপ দেওয়া। ভাষী, দুভাষী দুইটি ভাষায় অভিজ্ঞ। অধিক আরবি ফারসি শব্দ মিশ্রিত বাংলা ভাষায় রচিত। একের ভাষা অন্যকে বুঝিয়ে দেন যিনি, ভাষানুবাদকারী ব্যক্তি, interpreter। মনা দুমনা। মহলা দুই মহলবিশিষ্ট। তলা বাড়ি। মুখো দু। মেটে দুমেটে। য়জ, য়জি, য়াজ, য়ানি দু। রসা অল্প বা অর্ধপচা। আঁশ, অল্পরসযুক্ত। শাল, শালা শালের জোড়া, দুই ফর্দ শাল, মূল্যবান গাত্রবস্ত্র। সারি দুই পঙ্‌ক্তি, দুই থাক বা শ্রেণি। সালা দ্বিবার্ষিক। দুই বৎসরের জন্য বন্বস্ত বা ইজারা। সুতি, সূতী দুসুতি। হাতিয়া, হাথিয়া, হাত্তা দুহাতিয়া,

দো এর বাংলা অর্থ