দ্বি শব্দের বাংলা অর্থ সংখ্যা বা সংখ্যক, দুই।কর্মক দুই কর্মপদযুক্ত।খণ্ডিত দুই সমান বা অসমান খণ্ডে বিভক্ত।গু সংখ্যানির্দেশক সমাসবিশেষ, যেমন, ত্রিভুবন।গুণ দুইগুণ, দুবার গুণ করা হয়েছে এমন, ডবল।গুণিত, গুণীকৃত গুণ করা হয়েছে এমন।ঘাত গণিতের প্রণালীবিশেষ, quadratic.,চারণ একই ক্ষেত্রে বা একই বিষয়ে দুরকম আচরণ, একই সঙ্গে দুজনের সঙ্গে প্রণয়।চারিণী দুই পুরষের প্রতি আসক্তা, ব্যভিচারিণী।জ, জন্মা ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য জাতি, পাখি প্রভৃতি অণ্ডজ প্রাণী, দন্ত।স্ত্রীজা।জপতি, জরাজ জশ্রেষ্ঠ ব্রাহ্মণ, চন্দ্র।জাতিতত্ত্ব ভারতে হিন্দু ও মুসলমান এই দুই সম্প্রদায় ভিন্ন জাতির লোক এবং তাদের ভিন্ন রাষ্ট্রে বসবাস করা কর্তব্যএই সাম্প্রদায়িক মত।জিহ্ব সাপ, মিথ্যাবাদী, পরস্পরবিরোধী উক্তিকারী।জেন্দ্র, জোত্তম জশ্রেষ্ঠ ব্রাহ্মণ।তল দোতলা,তীয় সংখ্যক, দুইয়ের পূরক।তীয়ত অব্যতীয় ক্ষেত্রে, তীয় দফায়, তীয় বারে।তীয়া সংখ্যক, তিথিবিশেষ।তীয়াশ্রম গার্হস্হ্যজীবন।ত্ব গুণত্ব, পুনরুক্তি, দুবার ব্যবহার বা প্রয়োগ,দল দুটি পাতাযুক্ত। ডাল।ধা দুই ভাগে বা দুই প্রকারে বা দুই দিকে, দুই ভাগে বিভক্ত, সংশয়, সন্দেহ, মনের ইতস্তত ভাব,ধাকরণ দুই ভাগে ভাগ করা বা বিচ্ছিন্ন করা।ধাগ্রস্ত সংশয়াপন্ন, মনের ইতস্তত ভাবযুক্ত, কুণ্ঠিত।নবতি 9 সংখ্যা বা সংখ্যক, বিরানব্বই।নবতিতম 9 সংখ্যক।স্ত্রীনবতিতমী।প হাতি।পঞ্চাশত্ সংখ্যা।পঞ্চাশত্তম সংখ্যক।স্ত্রীপঞ্চাশত্তমী।পদ দুই পাযুক্ত, দুপেয়ে। মানুষ, পাখি ইত্যাদি দুপেয়ে প্রাণী।পদী দুই চরণবিশিষ্ট পদ্যের ছন্দোবিশেষ।পাদ দুই পদবিশিষ্ট, দুই পদপরিমিত।প্রহর দুপুর, মধ্যাহ্ন।বচন ত্ববাচক বিভক্তি।বার্ষিক যার দুই বত্সর বয়স হয়েছে যার দুই বত্সরে উত্পন্ন হয় বা হয়েছে,বিধ দুই রকম।ভাব বাইরে একরকম ও ভিতরে অন্যরকম ভাবযুক্ত, কপট। দুই ভাব।ভাষী দোভাষী, অন্যের ভাষা বা বক্তব্য অনুবাদ করে বুঝিয়ে দেয় এমন।ভুজ দুই হাত বা দুই হাতবিশিষ্ট, দুই বাহু বা দুই বাহুবিশিষ্ট।মত দুই বিরুদ্ধ মত, মতভেদ,মাসিক দুই মাস অন্তর ঘটে এমন, দুই মাস অন্তর প্রকাশিত হয় এমন পত্রিকা।রদ হাতি।রদরদ গজদন্ত।রাগমন বিবাহের পর বধূর তীয়বার পিতৃগৃহ থেকে পতিগৃহে আগমনের সংস্কার।রুক্তবিণ দুইবার কথিত লিখিত বা উল্লিখিত।রুক্ত বি দুইবার কথিত লিখিত বা উল্লিখিত।রুক্তি তীয়বার উক্তি বা উল্লেখ, আপত্তিজ্ঞাপন,রেফ ভ্রমর।শত সংখ্যা বা সংখ্যক, দুই শত।শততম সংখ্যক।স্ত্রীশততমী।সপ্ততি সংখ্যা বা সংখ্যক, বাহাত্তর।সপ্ততিতম সংখ্যক।স্ত্রীসপ্ততিতমী। সংখ্যা, দুই। দুই সংখ্যক। কর্মক, কর্মিকা দুই কর্মপদবিশিষ্ট। খণ্ডিত সমান বা অসমান দুই খণ্ডে বিভক্ত। গু সংখ্যার সমাহার বোঝাতে ব্যবহৃত এক প্রকার সমাস। গুণ দুই দ্বারা গুণ করলে যে পরিমাণ হয়, দুইগুণ, ডবল, double। অতিশয় বৃদ্ধিপ্রাপ্ত। গুণিত গুণ বা ডবল করা হয়েছে এমন। গুণীকৃত গুণ বা ডবল করা হয়েছে এমন। ঘাত গণিতের একটি প্রণালি, quadratic। চারিণী দুই পুরুষের প্রতি আসক্তা। ভ্রষ্টা, কুলটা, ব্যভিচারিণী। জ, জন্মা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, ও বৈশ্যযারা একবার মাতৃগর্ভ থেকে জন্মলাভ করে এবং পরে উপনয়নাদি সংস্কার দ্বারা নবজন্ম করে। পাখি ইত্যাদি অণ্ডজ প্রাণী। ব্রাহ্মণ। জা। জত্ব। জপতি, জরাজ চন্দ্র। গরুড়। জবর শ্রেষ্ঠ ব্রাহ্মণ। জিহ্ব ধাবিভক্ত জিহ্বাযুক্ত সর্প। মিথ্যাবাদী, কপট, খল, পরস্পরবিরোধী করা বলে এমন। জেন্দ্র, জোত্তম ব্রাহ্মণশ্রেষ্ঠ। চন্দ্র। গরুড়। তল দোতলা। তীয় সংখ্যা, দুই। দুইয়ের সমষ্টি। দুই সংখ্যক বা দুইয়ের পূরক। বিধ। দুই অবয়বযুক্ত। যুগ্ম। তীয়ত তীয় বারে, তীয় ক্ষেত্রে। তীয় পক্ষ তীয়বার বিবাহ করা স্ত্রী। তীয়া চান্দ্রমাসের দুই তারিখ। তিথিবিশেষ। তীয়াশ্রম গার্হস্থ্য আশ্রম, গার্হস্থ্য জীবন। ত্ব গুণত্ব। পুনরুক্তি। দুইবার ব্যবহার বা প্রয়োগ, দুইবার সংঘটন। দল দুইটি পাপড়ি বা পাতাযুক্ত। ধা দুই ভাগে, দুই উপায়ে বা রকমে বা রীতিতে। খণ্ডিত, দুই ভাগে বিভক্ত। সংশয়, দোটানা, সন্দেহ, মনের ইতস্তত ভাব। ধাকরণ, ধাদ্বন্দ্ব সঙ্কোচ ও সংশয়। ধান্বিত সংশয়াকুল, সংকোচপূর্ণ। ধীকরণ দুই ভাগে বিভক্তকরণ। নবতি সংখ্যা, বিরানব্বই। বিরানব্বই সংখ্যক। প হাতি। পঞ্চাশৎ সংখ্যা, বাহান্ন। বাহান্ন সংখ্যক। পদ দুই পা বিশিষ্ট, দুপেয়ে। মানুষ পাখি ইত্যাদিযে প্রাণী দুই পায়ে হাঁটে। পদী দুই চরণবিশিষ্ট পদ্যের একটি ছন্দ। পাদ দুই পা বিশিষ্ট, দুপেয়ে। দুই পা পরিমিত। ‍পৃষ্ঠ দুই পিঠবিশিষ্ট। দুই বিপরীতধর্মী আচরণবিশিষ্ট। বচন ত্ববাচক বিভক্তি, দুইজনকে বা দুইটিকে বোঝাতে ব্যবহৃত বচন। বার্ষিক দুই বৎসরে উৎপন্ন। দুই বৎসর বয়স্ক। দুই বৎসর সম্বন্ধীয়, যা দুই বৎসরে ঘটে। বিধ দুই প্রকার, দুই রীতি বা উপায়। ভাব বাইরে এক ভাব এবং অন্তরে তার বিপরীত ভাবযুক্ত, কপট, ভণ্ড। দুই ভাব। ভাষী দোভাষী, দুইটি ভাষায় অভিজ্ঞ। দুইটি ভাষায় রচিত। ভুজ দুই হাতবিশিষ্ট। দুই হাত। কোণ। মত ভিন্নমত, মতানৈক্য, মতের অমিল। রদ হাতি, যার দুটি দাঁত আছে। রদরদ হাতির দাঁত, গজদন্ত, ivory। রাগমন বিবাহের পর নববধূর তীয়বার স্বামীর গৃহে গমনরূপ হিন্দু সংস্কার। রুক্ত দুই বার কথিত, দুই বার লিখিত বা উল্লিখিত হয়েছে এমন। আপত্তি, অমত। রুক্তি তীয়বার উক্তি, তীয় দফায় বা দুইবার উল্লেখ। আপত্তি জ্ঞাপন। রেফ ভ্রমর, ভোমরা, যার মাথার উপরে রেফের মতো দুইটি শুঁয়া আচে, ‘ভ্রমর’ শব্দে দুইটি ‘র’ থাকায় ইহা রেফ। শত দুইশত সংখ্যা বা সংখ্যক,

দ্বি এর বাংলা অর্থ