ধনু শব্দের বাংলা অর্থ যা থেকে শর বা তীর নিক্ষেপ করা হয়, শরাসন, ধনুক, চাপ। দ্বাদশ রাশিচক্রের নবম রাশি, Sagittarius। চার হাত পরিমাণ। পিয়াল বৃক্ষ। ধনুকাণ্ড, ধনুষ্কাণ্ড শরাসন ও ধনুর্বাণ। ধনুপট পিয়াল বৃক্ষ। ধনুশর ধনুক ও শর। ধনুর্গুণ জ্যা, ধনুকের ছিলা। ধনুর্দ্রুম যে বৃক্ষদ্বারা ধনুক তৈরি হয়, বাঁশ। ধনুর্ধর যে তীরধনু নিয়ে যুদ্ধ করে, তীরন্দাজ। অতিশয় দক্ষ, সুনিপুণ, বাহাদুর। ধনুর্ধারী ধনুক ধারণ করে এমন। ধনুর্বাণ ধনুক ও এর তীর। ধনুবির্দ্যা তীরদনুক চালনা সম্বন্ধীয় বিদ্যা। ধনুর্বেদ বিশ্বামিত্র মুনি প্রণীত ধনুর্বিদ্যাশাস্ত্র। ধনুর্ভঙ্গপণ রামায়ণোক্ত সীতার বিবাহে হরধনু ভঙ্গরুপ অতি কঠিন এবং প্রায় অসাধ্য পণ। অতি কঠিন পণ, কঠিন প্রতিজ্ঞা। ধনুর্মার্গ ধনুকের ন্যায় বক্র। ধনুষ্কর, ধনুষ্মান ধনুর্ধারী। ধনুষ্কোটি ধনুকের অগ্রভাগ। সেতুবন্ধের নিকটস্থ হিন্দু তীর্থ। ধনুষ্টঙ্কার, ধনুষ্টংকার ধনুকের আকর্ষণের পর ছেড়ে দিলে যে শব্দ হয়, ধনুকের ছিলার শব্দ। রোগবিশেষ, ঐ রোগে শরীর ধনুকের মতো বেঁকে যায়, খিঁচুনি, আক্ষেপ রোগ, tetanus। ধনুষ্পাণি ধনুকধারী। রংধনু, মেঘধনু, রামধনু, ইন্দ্রধনু, শক্রধনু বৃষ্টির সময়ে সূর্য বা চাঁদের বিপরীত দিকে আকাশে যে বিচিত্র রঙের ধনুকের মতো দেখা যায়,

ধনু এর বাংলা অর্থ