ধন্না শব্দের বাংলা অর্থ অবলম্বন, ধারণ, আশ্রয়করণ। যে কাঠের উপর ঘরের ভিতরের ছাদ থাকে, আড়া, কড়ি। অভীষ্ট লাভের জন্য কারও দরজায় অনাহারে অনিদ্রায় পড়ে থাকার চেষ্টা, হত্যা দেওয়া। ঢেঁকিতে পাড় দেওয়ার সময়ে বা সাঁকো পার হওয়ার সময়ে যে বাঁশ ধরা হয়। ধন্না দেওয়া, ধরনা দেওয়া কোনো কামনা পূর্ণ না হওয়া পর্যন্ত কোথাও পড়ে থাকা,

ধন্না এর বাংলা অর্থ