ধাতু শব্দের বাংলা অর্থ স্বর্ণরৌপ্যাদি খনিজ পদার্থ, উপাদানস্বভাব, প্রকৃতি, ধাতশুক্রদেহস্হ বায়ু পিত্ত কফ মাংস অস্হি প্রভৃতি, ক্ষিতি অপ্ তেজ মরুত্ ব্যোম এই পঞ্চভূত, ক্রিয়াবাচক শব্দমূল।গত সংক্রান্ত, শারীরিক বা মানসিক প্রকৃতিঘটিত, স্বভাবগত, ক্রিয়াবাচক শব্দমূলঘটিত, শুক্রঘটিত।গর্ভ অভ্যন্তরে আছে এমন।ঘটিত গত র অনুরূপ।বিজ্ঞান, বিদ্যা সংক্রান্ত বিদ্যা, metallurgy.,ময় র তৈরি, পূর্ণ।মল মরচে, জং।রূপ ক্রিয়ামূলের নানা রূপ, বিভিন্ন কালে, বিভিন্ন বচনে ও পুরুষে ক্রিয়ামূলের রূপ। শরীরস্থ বায়ু, পিত্ত, কফ, মেদ, মজ্জা, অস্থি প্রভৃতি। স্বর্ণ, রোপ্য, লৌহ প্রভৃতি খনিজ পদার্থ। শুক্র। প্রকৃতি, স্বভাব, ধাত। উৎপাদন, উপকরণ। পঞ্চভূতক্ষিতি, অপ, তেজ, মরুৎ, ও ব্যোম। জ্ঞান, চেতনা। ক্রিয়াবাচক শব্দমূল। কুশল দ্রব্য নির্মাণে সুদক্ষ। কোষ যে পুস্তকে র বিবিধ রূপের নির্ঘন্ট থাকে। ক্ষয় শরীরে রস বা রক্তের ক্ষয়। শুক্রক্ষয়। কাশ রোগবিশেষ। গত শরীরে উপাদান সংক্রান্ত, প্রকৃতিগত। সম্বন্ধীয়। গর্ভ ভিতরে আছে এমন, খনিজ সম্বলিত মাটির স্তর, metalliferous। ঘটিত সংক্রান্ত। খনিজ দ্রব্য সংযোগে তৈরি। শুক্র সম্পর্কিত। ঘ্ন, নাশক শরীরের বাত পিত্তাদির দোষ নাশ করে এমন। কাঁজি। দ্রাবক গলায় বা গলে এমন। সোহাগা। দ্রাবিকা। নরম হওয়া শ্লেষ্মা বৃদ্ধি পাওয়া। প অম্লরস। পল খড়িমাটি, chalk। পাঠ ব্যাকরণের সংস্কৃত সমূহের বিবরণমূলক ও অর্থবোধক গ্রন্থ। পুষ্পিকা, পুষ্প ধাই ফুল। পোষক শরীরের পুষ্টি সাধনকারী। প্রত্যয় কৃদন্ত পদের ব্যুৎপত্তি নির্দেশকারী ও প্রত্যয়। বিজ্ঞান, বিদ্যা যে বিদ্যাবলে কী ও তা কিভাবে পরিষ্কার করা যায় তা জানা যায়, বাদ, mineralogy, metallurgy। বিদ বিদ্যায় পারদর্শী, বাদী, metallurgist। বৈরী গন্ধক। ভৎ পর্বত। ময় দ্বারা প্রস্তুত, নির্মিত। পূর্ণ। মল মরিচা, জং, rust। মারিণী সোহাগা। রূপ বিভিন্ন কালে ও পুরুষে র বিভিন্ন ক্রিয়ারূপ। শিল্প সোনা, রুপা, লোহা প্রভৃতি দ্বারা নির্মিত শিল্প। সাম্য শরীরে বায়ু কফ প্রভৃতির সমতা,

ধাতু এর বাংলা অর্থ