ধুলো শব্দের বাংলা অর্থ ধূলি, শুকনা মাটির বা যে কোন জিনিসের গুঁড়া, রেণু। ক্ষেত্রের ও কড়ার অংশবিশেষ। ধুলা খেলা শিশুর ধুলা মাটি নিয়ে খেলা। ধুলাঘর খেলাঘর। ধুলা ধাপড়া উড়ানো এমন প্রহার করা যাতে শরীরে ধুলা না থাকে, ভীষণ প্রহার করা। ধুলাপড়া মন্ত্রপূত ধুলি। ধুলাপা নববধূর স্বামীর সাথে স্বামীর ঘরে বিয়ের আট দিনের মধ্যে আগমনের আচার। ধুলাফুরফুরি পাখিবিশেষ। গায়ে ধুলা দেওয়া ধিক্কার দেওয়া, ঘৃণা প্রকাশ করা, হেয় করা, অবজ্ঞা করা। গায়ের ধুলা ঝাড়া ফাঁকি দেওয়া, প্রতারিত করা, ঠকানো। পায়ের ধুলা দেওয়া পদার্পন করে কৃতার্থ করা। পায়ের ধুলা নেওয়া পা স্পর্শ করে সেই হাত মাথায় ঠেকানো। গভীর শ্রদ্ধাভক্তি প্রদর্শন করা,

ধুলো এর বাংলা অর্থ