ধোপ শব্দের বাংলা অর্থ ধোপাকে দিয়ে কাচানো, ধোলাই, ধবলীকরণ। শুক্লাভাব। ধোপা কর্তৃক পরিষ্কৃত, ধোয়া। পরিষ্কার, শুভ্র, ধোপদুরস্ত, ধোপদোরস্ত, ধোপদস্ত উত্তমরূপে ধোলাই করা হয়েছে এমন, পরিষ্কারপরিচ্ছন্ন। বাহ্যিক চাকচিক্যযুক্ত, বাহ্যত নিখুঁত। ফিটফাট। ধোপ দেওয়া, ধোপ পড়া ধোলাই করা। ধোপে টিকবে না ধুলে রং নষ্ট হয়ে যাবে। পরীক্ষায় ভিতরের গলদ প্রকাশ হয়ে পড়বে,

ধোপ এর বাংলা অর্থ