নজর শব্দের বাংলা অর্থ দৃষ্টি। লক্ষ্য। মনোযোগ, অভিনিবেশ। তত্ত্বাবধান। সুদৃষ্টি। অশুভ বা লুব্দ দৃষ্টি। দৃষ্টিশক্তি। মনোবৃত্তি, বদান্যতা, কার্পণ্যের পরিমাণ। কৃপাদৃষ্টি, করুণা। নজর দেওয়া কুদৃষ্টি দেওয়া। নজরবন্দি, নজরবন্দী দৃষ্টির বাইরে যেতে না দেওয়া, ইচ্ছামতো চলাফেরা করতে না দেওয়া, আটক, confinement। বন্দীর ন্যায় চোখে চোখে রাখা হয়েছে এমন, দৃষ্টিপথে আবদ্ধ রাখা। নজরবন্ধ দৃষ্টি আবদ্ধ। নজরবাজ যে নজর দেয়। যে নজরবন্দি করে ভেলকি খেলে। নজরবাজি ভেলকি। প্রণয়ী যুগলের কটাক্ষ দ্বারা প্রণয়ের ইঙ্গিত। নজরমারা কুদৃষ্টি দেওয়া,তীব্র দৃষ্টি করা। কটাক্ষ দিয়ে প্রনয় ইঙ্গিত করা। নজর লাগা কুদৃষ্টিতে পড়া, ডাইনির নজরে পড়া। নজর ধরা, নজরে লাগা মনের মতো হওয়া। নজরে পড়া দৃষ্টি আকৃষ্ট হওয়া, সুনজরে পড়া। পৃষ্ঠপোষকতা লাভ করা। নজরে রাখা দৃষ্টিসীমার মধ্যে রাখা। দেখাশুনা করা। মনোযোগ দেওয়া, মনোনিবেশ করা। লক্ষ্য করা, দেখা। উঁচু নজর, মোটা নজর উদার দৃষ্টি। উপরনজুরে/নজরিয়া পরপুরুষ বা পরনারীর প্রতি দৃষ্টিপাত করে এমন,

নজর এর বাংলা অর্থ