নব শব্দের বাংলা অর্থ নবীন, নতুন, new। সদ্য উৎপন্ন। তাজা, টাটকা। নবকলিকা, নবকোরক, নবমুকুল নতুন কুঁড়ি। নবকার্তিক নবজাত কার্তিকের মতো সুন্দর। অতি কৃষ্ণকায় কুৎসিত ব্যক্তি। নাগর। নবকুমার নবজাত শিশু। নবজন্ম রোগমুক্তিজাত বা নতুন চেতনাজাত, নতুন জীবনানন্দবোধ। নবজলধরশ্যাম নতুন মেঘের মত উজ্জ্বল কৃষ্ণ বা নীলবর্ণ। নবজাত সদ্যপ্রসূত বা উৎপন্ন, newborn। নবজাতক সদ্যোজাত শিমু। নবজীবন নতুন জীবন। রোগভোগের বা জীবনসম্বন্ধে নতুন উপলব্ধির উন্নত অবস্থা। নতুন চেতনাজাত উদ্দীপনা ও উদ্যম। নবজ্বর তরুণ জ্বর, জ্বরের প্রথম অবস্থা। নবডঙ্কা, লবডঙ্কা ফাঁকি, শূন্য। অবজ্ঞা তুচ্ছতা প্রভৃতিসূচক, ঘোড়ার ডিম, কাঁচকলা। নবদ্বীপ নতুন দ্বীপ। নদীয়াপশ্চিমবঙ্গের জেলাবিশেষ। নবনীপ সদ্য প্রস্ফুটিত কদমফুল। নবপ্রাশন হিন্দু সমাজের প্রচলিত অন্নপ্রাশন, ছেলেমেয়ের প্রথম অন্নগ্রহণ উৎসব। নবান্নভোজন। নববর্ষ নতুন বৎসর, new year। বৎসরারম্ভ। নববসন্ত বসন্ত ঋতুর সূচনা, বসন্তাগম। নববিধান নতুন বিধিব্যবস্থা। ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের প্রবর্তিত ধর্মমতজগতের সকল ধর্মপ্রবর্তকের ধর্মসাধনার প্রতি শ্রদ্ধা ও আনন্দপ্রকাশ এই মতের বৈশিষ্ট্য। নবযৌবন নবীন তারুণ্য, যৌবন সঞ্চার, নবলব্ধ যৌবন, নওজোয়ানি। নবযৌবনা নতুন যুবতী, তরুণী, সদ্য যৌবনপ্রাপ্ত নারী,

নব এর বাংলা অর্থ