নর শব্দের বাংলা অর্থ মানুষ, মানব। পুরুষ, মর্দা। জনৈক ঋষি। অর্জুন। নারী। নরকঙ্কাল মানুষের অস্থিপঞ্জরের কাঠামো। নরকপাল মৃত ব্যক্তির মাথার খুলি। নরকেশরী নরসিংহ, বীরপুরুষ, নরশ্রেষ্ঠ। নরগণ মানবসূহ। জাতকের প্রকৃতি সম্বন্ধে জন্মনক্ষত্রের প্রভাব অনুসারে শ্রেণিবিশেষ। নরঘ্ন মানুষ হত্যাকারী, নরঘাতক। নরদেব রাজা। ব্রাহ্মণ। নরনাথ, নরপতি রাজা, নৃপতি। নরনারায়ণ হিন্দু বিশ্বাসে নররূপী নারায়ণ। যে ঋষিদ্বয় কৃষ্ণ ও অর্জুন রূপে জন্মগ্রহণ করেন। নরপশু নরাকৃতি পশুহৃদয়বিশিষ্ট, পশুর মতো নির্মম আচরণকারী মানুষ, পশুবৎ মানুষ, নরাধম, মর্দাপশু। নরপিশাচ পিশাচতুল্য নিকৃষ্ট প্রবৃত্তিবিশিষ্ট মানুষ, আকৃতিতে নর প্রকৃতিতে পিশাচ। নরপুঙ্গব মনুষ্যশ্রেষ্ঠ। নরবলি মানুষকে বলিদান ক্রিয়া। নরমালা মানুষের মাথানির্মিত মালা। নরমেধ যে যজ্ঞে মানুষ বলি দেওয়া হতো। নরযান মানুষবাহিত যান, ডুলি, শিবিকা, পালকি। নরলীলা মুনষ্য জীবনাচার। পার্থিব কাজ। নরলোক মনুষ্যলোক, মর্ত্যভূমি, পৃথিবী। নরসমাজ পরস্পর সহযোগিতার সাথে বাসকারী মানবসঙ্ঘ। নরসিংহ, নরহরি, নৃসিংহ মাথা থেকে কোমর পর্যন্ত মনুষ্যাকৃতি ও কোমরের নিম্নাংশ সিংহাকৃতিবিশিষ্ট হিন্দুদেবতা। নরশ্রেষ্ঠ, পুরুষসিংহ। নরসুন্দর নাপিত, চুল দাড়ি প্রভৃতি কেটে মানুষকে সুন্দর বা রূপবান করে যে,

নর এর বাংলা অর্থ