নাক শব্দের বাংলা অর্থ নাসিকা, নাসা, ঘ্রাণেন্দ্রিয়। নাক উঁচানো, নাক বাঁকানো ঘৃণা প্রকাশ করা, অবজ্ঞা প্রদর্শন করা, উন্নাসিক ভাব প্রকাশ করা। নাকউঁচু অন্য বস্তু বা ব্যক্তিকে সহজে গ্রাহ্যের মধ্যে আনে না এমন। নাক কড়াই মটরের মতো দেখতে নাকের সোনার গহনাবিশেষ। নাককাটা কর্তিত নাসিকা, ছিন্ন নাসা। বেহায়া, লজ্জাহীন, নির্লজ্জ। নাক কাটা লজ্জা দেওয়া, অপমানিত করা খুব অপমানিত হওয়া, সম্ভ্রম নষ্ট হওয়া। নাককান বুজে সহ্য করা অতিশয় কষ্ট বা অপমান বোধ করা সত্ত্বেও প্রতিবাদ না করা। নাককানবোজা প্রতিবাদ বা অভিযোগ না করা। নাক খোঁটা নাকের ভিতরে নখ দ্বারা চুলকানো। নাক গলানো অনধিকার চর্চা করা, পরের কাজে হস্তক্ষেপ করা। নাকছাবি নাকের একপার্শ্বে পরার গহনা। নাক ঝাড়া নাক থেকে শ্লেষ্মা বের করে ফেলা। নাকঝামটা তিরস্কার। মুখঝামটা। নাক টেপা ঘৃণা প্রকাশ করা, দেবার্চনার ভান করা। নাক ডাকা ঘুমন্ত অবস্থায় নাক থেকে শব্দ বের হওয়া, সশব্দ নিশ্বাস ফেলা। নাক তোলা অবজ্ঞার ভাব দেখানোর জন্য নাক কুঞ্চিত করা। নাক ফোঁড়ানো/ছেদানো, নাক বিঁধানো গহনা পরার জন্য নাকে ছিদ্র করা। পশুর নাকে দড়ি পরাবার জন্য ছিদ্র করা। নাকে ছিদ্র করা হয়েছে এমন। নাকফোঁড়া বলদ নাকে ছিদ্র করা হয়েছে এমন বলদ। নাক বাঁকানো ঘৃণার ভাব দেখানো, নাক সিটকানো। নাক বেঁধা নাক ফোঁড়ানো। নাক মলা নাক মলে অন্যায় কোনো কাজ ভবিষ্যতে আর না করার প্রতিজ্ঞা করা। নাক মলা কান মলা বিতৃষ্ণায় আর দুখে কোনো বিষয়ে প্রতিজ্ঞা করা। নাকসাট নাক ঝাড়া। নাকের শব্দ, নাকের গর্জন। নাক সিটকানো নাসিকা কুঞ্চিত করে ঘৃণা বা অবজ্ঞা প্রকাশ করা। নাকানিচোবানি, নাকানিচুবানি নাকে মুখে জল প্রবেশ, জলে ডোবা বা নিমজ্জন। অত্যন্ত হয়রান করা বা হওয়া যাতে নাকের জল ও চোখের জল এক হয়। কাজের নিদারুণ চাপে নিশ্বাস ফেলার সময় না পাওয়া। নাকে কাঁদা, নাকে কান্না নাকি সুরে কাঁদা। কৃত্রিম ক্রন্দন। নাকে খত মাটিতে নাক ঘষে অন্যায় কোনো কাজ ভবিষ্যতে না করার অঙ্গীকার। নাকেচোখে কথা, নাকে মুখে কথা বাচালতা। নাকে দড়ি দিয়ে ঘোরানো কাউকে নিজের আয়ত্তে এনে ইচ্ছেমতো কাজ করানো, নিজের খুশিতে কাউকে খাটানো। নাকেমুখে গোঁজা তাড়াতাড়ি আহার করা। নাকে সরষের তেল দিয়ে ঘুমানো নিশ্চিন্ত হওয়া, নিরুদ্বেগ অবস্থায় দিন কাটনো। নাকের ওপর রেলগাড়ি খাঁদা নাক। নাকের জলে চোখের জলে এক হওয়া বা করা ভীষণ লাঞ্ছনা পাওয়া বা করা। নিজের নাক কেটে পরের যাত্রা করা নিজের যথেষ্ট ক্ষতি করেও পরের অনিষ্ট করা,

নাক এর বাংলা অর্থ