নাড়ী শব্দের বাংলা অর্থ শিরা, ধমনি। বাত পিত্ত কফমানবদেহের এই ত্রিবিধ অবস্থাজ্ঞাপক ধমনি। সন্যোজাত শিশুর নাভি সংলগ্ন রক্তসঞ্চালক শিরারজ্জু। নাড়িছেঁড়া নাড়ি কাটা। নাড়িছেঁড়া ধন গর্ভজাত সন্তান, পেটের সন্তান। নাড়িজ্ঞান হাতে রোগীর নাড়ির স্পন্দন অনুভব করে তার অবস্থা নির্ণয়ের ক্ষমতা, নাড়ি পরীক্ষা দ্বারা রোগ নির্ণয়ের সামর্থ্য। নাড়ি টেপা রোগীর নাড়ি টিপে রোগ নির্ণয় করা। রোগীর নাড়ি দেখে এমন, চিকিৎসা শাস্ত্রে অনভিজ্ঞ। নাড়িটেপা ডাক্তার হাতুড়ে চিকিৎসক। নাড়ি দেখা রোগীর নাড়ি পরীক্ষা করে তার অবস্থা বা রোগ নির্ণয় করা। নাড়ি নক্ষত্র আগাগোড়া সমস্ত খবর, জন্ম থেকে সকল তথ্য ও সংবাদ। জন্মনক্ষত্র। নাড়ি বসা নাড়ি খুব দুর্বল ও নিস্তেজ হওয়া, মৃত্যুর পূর্বলক্ষন। নাড়িব্রণ নাড়ির মতো পুঁজবাহী ব্রণ। নালি ঘা। নাড়িভুঁড়ি উদর মধ্যস্থ অন্ত্রাদি যন্ত্র। নাড়ি মরা আহারের ক্ষমতা কমে যাওয়া, ক্ষুধা নষ্ট হওয়া। নাড়ি মরা দুর্বল নাড়িবিশিষ্ট, হজম শক্তিতে দুর্বল। নাড়িশাক পাটশাক। নাড়ির টান জন্মসূত্রে অন্তরে অন্তরে মমতা, গর্ভে ধারণের জন্য মায়া, গভীর ও আন্তরিক মমত্ব বোধ,

নাড়ী এর বাংলা অর্থ