ন্যাজ শব্দের বাংলা অর্থ লাঙ্গুল, পুচ্ছ। লেজ কাটা, লেজ কাটা শিয়াল যার মর্যাদা বা সম্মান নষ্ট বা ক্ষুণ্ন হয়েছে। যে শিয়ালের লেজ কাটা গিয়েছে। লেজ গুটানো পরাজিত কুকুরের ন্যায় লেজ গুটিয়ে পলায়ন করা। পরাজয় বরণ করা, পরাজয় স্বীকার করে নেওয়া, পিছু হটা, পশ্চাৎপদ হওয়া। লেজ তুলে দেখা স্ত্রীপুরুষ নির্ণয় করা। প্রকৃত ব্যাপার বুঝতে চেষ্টা করা। লেজ ধরে যাওয়া, লেজ ধরে চলা প্রভাবপ্রতিপত্তিশালীদের নির্বিচারে অনুসরণ করা। লেজ মোটা হওয়া অহঙ্কার বৃদ্ধি পাওয়া। লেজে খেলানো কারও সঙ্গে ক্রমাগত চালাকি করা। লেজে গোবরে, ল্যাজে গোবরে অক্ষমতার জন্য বিপর্যস্ত অবস্থায় উপনীত, বিতিকিচ্ছিরি অবস্থা,

ন্যাজ এর বাংলা অর্থ