পা শব্দের বাংলা অর্থ পদ, চরণ, ঊরুসন্ধি থেকে পায়ের পাতা, পদতল। আসবাবপত্রাদির পায়া। পাগাড়ি সাইকেল, bicycycle। পাচাটা অতি লজ্জাহীনভাবে তোষামোদকারী। পা চাটা হীনভাবে তোষামোদ করা। পা ধুতেও না আসা অত্যন্ত ঘৃণা হেতু পরিহার করে চলা, ঘৃণা হেতু করো বাড়িতে পদার্পণ না করা। পা বাড়ানো যেতে উদ্যত হওয়া। পায়পায়, পায়ে পায়ে প্রতিপদে। ধীরে হাঁটতে হাঁটতে। পায়ে ঠেলা অবজ্ঞার সাথে পরিত্যাগ করা। পায়ে তেল দেওয়া হীনভাবে তোষামোদ করা। পায়ে ধরা একান্ত বিনীতভাবে অনুরোধ করা। পায়ের উপর পা ‍দিয়ে থাকা অত্যন্ত আরাম ও বিলাসব্যসনের মধ্যে থাকা। পায়ের পাতা পায়ের তলার বিপরীত পৃষ্ঠ, পদপৃষ্ঠ। পায়ে রাখা আশ্রয় দেওয়া। কৃপা করা। নিজের পায়ে নিজে কুড়াল মারা স্বহস্তে নিজের সর্বনাশ করা,

পা এর বাংলা অর্থ