পাকা শব্দের বাংলা অর্থ ক্রি পক্ব বা পরিণত হওয়া শুভ্র হওয়া পুঁজে পূর্ণ হওয়া দড় হওয়া, উক্ত সব অর্থে। পরিণত মজবুত বড়ো পরিপক্ব নিপুণ, সিদ্ধহস্ত ঝানু, বুড়োটে, ইঁচড়ে পক্ব নিখুঁত, খাঁটি ত্রুটিহীনভাবে বা নিপুণভাবে করা হয়েছে এমন9 স্হায়ী, টেকসই পুরোপুরি আগুনে বা রোদের তাপে দগ্ধইটের তৈরি বাঁধানো, পাথর ইট ইত্যাদি দিয়ে বাঁধানো অপরিবর্তনীয়, নড়চ়ড় হয় না এমন আইন অনুসারে সম্পাদিত পরিশ্রমে অভ্যস্ত, পোড়খাওয়া। কথা যে কথার অন্যথা বা নড়চড় হবে না। কাজ সুসম্পন্ন কাজ, যে কাজের ফলাফল উলটে যাবার আশঙ্কা নেই। ঘুঁটি যে ঘুঁটি নির্দিষ্ট পথ অতিক্রম করে ঘরে উঠে যাবার উপক্রম করছে। ঘুঁটি কেঁচে যাওয়া ক্রি প্রায় সম্পন্ন কাজ পণ্ড হওয়া। দেখা বিবাহের সম্বন্ধ স্হির করে বর বা কনেকে আশীর্বাদ করার জন্য দেখা। ধানে মই নিশ্চিত প্রাপ্তি বা লাভের আশা নষ্ট, সুসম্পন্ন কাজ পণ্ড।পোক্ত মজবুত, স্হায়ী। মাথা সুচতুর ও অভিজ্ঞ ব্যক্তির মাথা বা বুদ্ধি। মাথায় সিঁদুর পরা ক্রিস্ত্রীলোকের বৃদ্ধ বয়স পর্যন্ত সধবা থাকা।মো অর্থাত্ পরিণত বা অভিজ্ঞ নয় অথচ র মতো ভাব, অপ্রাপ্তবয়স্ক অবস্হায় বয়স্কদের মতো আচরণ। রাস্তা বাঁধানো রাস্তা। হাত নিপুণ বা অভিজ্ঞ হাত বা কাজকর্ম, অভিজ্ঞতা। পক্ব হওয়া, পরিণত হওয়া, পেকে যাওয়া। শুভ্র বা শুক্ল হওয়া। পুঁজপূর্ণ হওয়া। বৃদ্ধ হওয়া, প্রবীন হওয়া। ঝানু হওয়া, নিপুণ বা দক্ষ হওয়া। পরিণত, পরিপক্ব। অভিজ্ঞ, নিপুণ, পারদর্শী। ঝানু। নিপুণতার সঙ্গে কৃত। স্থায়ী। অপরিবর্তনীয়, যা নড়চড় হয় না। পুরোপুরি, সম্পূর্ণ। মজবুত, দৃঢ়। এক সের পরিমাণে পুরোপুরি তোলা আছে এমন, যথার্থ। ইটের তৈরি। আইন অনুযায়ী সম্পাদিত। নিখাদ, খাঁটি। পরিশ্রমে অভ্যস্ত, পরিণতিপ্রাপ্ত। ইষ্টকাদি দ্বারা বাঁধানো। চূড়ান্ত। উৎকৃষ্ট বা উঁচু মানের। আম দাঁড়কাকে খাওয়া সেরা জিনিস অযোগ্যের ভোগে আসা। ঘুঁটি কেচে যাওয়া সমাপ্তপ্রায় কাজ নষ্ট হয়ে যাওয়া। দেখা বিবাহ নির্ধারণ করার পর বর বা কনেকে আশীর্বাদ করবার জন্য দেখা। ধানে মই দেওয়া সুসম্পন্ন কাজ নষ্ট করা, মারাত্মক ক্ষতি করা। নো পক্ব করা। মোচরানো, ঘুরানো। উক্ত সকল অর্থে। পাকি স্থিরীকৃত, নির্ধারিত। সুনিশ্চিত। পোক্ত সুদক্ষ, সুচতুর, সেয়ানা। বলিষ্ঠ, সুদৃঢ়, মজবুত। পরিপক্ব, পরিণত। স্থায়ী, কায়েমি। মাথা প্রবীণ ব্যক্তির মস্তক বা বুদ্ধি। মো, মি অপরিণত বয়সে প্রবীণ ব্যক্তির ন্যায় আচরণ। লেখা স্থায়ী লেখা। নিপুণ রচনা। সোনা খাঁটি বা বিশুদ্ধ বা খাদহীন সোনা। হাড় বুড়ো মানুষের হাড়, যা পরিণত বুদ্ধির ও অভিজ্ঞতার প্রতীক। পরিশ্রমে অভ্যস্ত, সুদৃঢ়,

পাকা এর বাংলা অর্থ