পায়া শব্দের বাংলা অর্থ পায়া খাট টৈবিল চৌকি প্রভৃতির নিম্নদেশে সংলগ্ন খুঁটি, পা বা দেহের নিম্নভাগ।পায়াভারি বড়ো চাকরি, সৌভাগ্য ইত্যাদির জন্য অহংকার বা গুমর। টেবিল, চেয়ার, চৌকি প্রভৃতির নিম্নভাগে সংলগ্ন খুঁটি বা খুরা। পদ, চরণ। উচ্চপদ, পদমর্যাদা। পায়াভারী উচ্চপদে অধিষ্ঠানজনিত অহঙ্কার, গর্ব। পদগৌরব ও মর্যাদাসম্পন্ন, পদগৌরবহেতু গর্বিত। চারপায়া এক প্রকার ছোটো খাট। চতুষ্পদ। তেপায়া তিন পায়া বিশিষ্ট টেবিল, চেয়ার ইত্যাদি,

পায়া এর বাংলা অর্থ