পুঁথি শব্দের বাংলা অর্থ পুস্তক, গ্রন্থ। হস্তলিখিত পুস্তক, হাতে লেখা প্রাচীন বই, manuscript। পুঁথিগত পুস্তকস্থ, পুস্তকাদিতে নিবদ্ধ। পুঁথিগত বিদ্যা যে বিদ্যা পুঁথিতেই সীমাবদ্ধ, মুখস্থ না থাকলে যা বিদ্যার্থীর কোনো কাজে লাগে না। পুঁথি বাড়ানো অনাবশ্যকভাবে বর্ণনা বাড়িয়ে বা ফেনিয়ে তোলা। পুঁথিশালা গ্রন্থাগার, লাইব্রেরি, library। পাঁজি পুঁথি পঞ্জিকা, পুস্তিকা ইত্যাদি,

পুঁথি এর বাংলা অর্থ