পুন শব্দের বাংলা অর্থ অব্য, পুনরায়, আবার, ফের, দ্বিতীয় বার। পুনপুন অব্য, বারবার, উপর্যুপরি, মুহুর্মুহু। পুনরধিকার হারানো বিষয়াদি পুনরায় অধিকার। পুনরপি অব্য, পুনশ্চ, পুনরায়। পুনরাগমন প্রত্যাগমন। প্রত্যাবর্তন, ফিরে আসা। পুনরাবৃত্ত প্রত্যাবৃত্ত। পুনরায় কথিত, আবার ঘটেছে বা করা হয়েছে এমন। পুনরাবৃত্তি পুনরায় পাঠকরণ বা কথন, পুনরুক্তি। পুনকরণ, অনুবৃত্তি। প্রত্যাবর্তন। পুনরায় অব্য, আবার, ফের, পুনর্বার। পুনরুক্ত পুনরায় উক্ত বা কথিত। পুনরুক্তি পুনরায় কথন, পুনর্বার যা বলা হয়। পুনরুজ্জীবিত পুনর্বার সজীবতাপ্রাপ্ত, পুনরায় জীবন লাভ করেছে এমন। পুনরুত্থান পুনরায় উত্থান, কেয়ামত, ইসলাম ও খ্রিস্ট ধর্মানুসারে মৃত্যুর পর কবর থেকে মৃতের আত্মার উত্থান, resurrection। পুনর্জাগরণ বা উন্নতি লাভ। পুনরুত্থিত আবার উঠেছে এমন। পুনরুৎপত্তি, পুনরুদ্ভব, পুনর্জন্ম পুনরায় জন্ম। হিন্দু, বৌদ্ধ প্রভৃতি ধর্মবিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর পুনর্বার উৎপত্তি বা জন্মলাভ। পুনরুৎপন্ন, পুনরুদ্ভূত, পুনর্জাত মৃত্যুর পর পুনরায় উৎপন্ন হয়েছে বা জন্মলাভ করেছে এমন। পুনর্জীবন পুনরায় জীবন লাভ। নবজীবন। মরণের পরে পুনর্জন্ম। পুনর্নব নখ। পুনর্নবা একপ্রকার শাক। পুনর্বসতি পুনরায় বসতি স্থাপন, নতুন বসতি, rehabilitation। পুনর্বসু একটি নক্ষত্রের নাম। পুনর্বার আবার, ফের, পুনরায়। পুনর্বাসন স্থায়ী বাসভূমি ত্যাগকারীকে পুনরায় বাসস্থান প্রদান বা পুনর্বসতিকরণ। পুনর্বিচার যার বিচার হয়ে গিয়েছে এরূপ বিষয়ের নতুন করে বিচার, সানিবিচার। পুনর্ভব পুনর্বার উৎপন্ন, পুনরায় জাত। পুনর্জন্ম। পুনর্ভূ স্বামীর মৃত্যুর পর দ্বিতীয় বার বিবাহিতা, বাগদত্তা নারীর অপরের সাথে বিয়ে। পুনর্মিলন বিরহ অবস্থায় পুনরায় মিলন বা সাক্ষাৎ লাভ। পুনর্মূষিক পূর্বের হীন অবস্থা প্রাপ্তি। পুনর্মূষিকোভব‘হিতোপদেশ’ গ্রন্থের গল্পবিশেষে উক্ত, অর্থ: পুনরায় ইঁদুর হও। পুনর্বার হীন অবস্থা প্রাপ্ত হও। পুনর্যাত্রা আবার যাওয়া বা আসা। উল্টারথ নামক হিন্দু ধর্মানুষ্ঠান। পুনশ্চ অব্য, পুনরায়, পুনর্বার, আবারও,

পুন এর বাংলা অর্থ