পূর্ব শব্দের বাংলা অর্থ পূর্বদিক। প্রাচীনকাল, অতীতকাল। সম্মুখ, অগ্র। প্রথম। জ্যেষ্ঠ। গত, অতীত, প্রাচীন, পূর্ববর্তী। পূর্বদিকস্থপ্রাচ্য। পূর্বক পুরসর, পুর্বে সম্পন্ন করার পরে। সহকারে। পূর্বকথিত পূর্বোক্ত, প্রথমোক্ত। পূর্বকায় নাভির ঊর্ধ্বভাগ, উত্তমাঙ্গ। পূর্বকাল প্রাচীনকাল, পুরাকাল, অতীতকাল, গত সময়। পুর্বকালীন, পূর্বকালিক প্রাচীন বা অতীতকালের। পূর্ব সময়ের। পূর্বগামী সম্মুখে বা অগ্রে গমনকারী, অগ্রগামী, pioneer। পূর্বগামিনী। পূর্বজ অগ্রজ, জ্যেষ্ঠ বা বড় ভাই। পূর্বপুরুষ। পূর্বজন্ম গতজন্ম, বর্তমান জীবনের পূর্বকালীন জীবন। পূর্বজা অগ্রজা, জ্যেষ্ঠা ভগিনী, বড় বোন। পূর্বজ্ঞান পূর্বকালেরপ্রাপ্ত জ্ঞান, অভিজ্ঞতা। পূর্বতন পুর্বকালীন, পূর্বকালের, আগেকার, বিগত। পূর্বদৃষ্ট অগ্রে দৃষ্ট, পূর্বে দেখা হয়েছে এমন। সংঘটিত হওয়ার পূর্বেই ধারণা করা গিয়েছে এমন। পূর্বদৃষ্টি দূরদর্শিতা, ভবিষ্যৎ দৃষ্টি। পূর্বপক্ষ অভিযোগ, নালিশ। অভিযোক্তা। প্রশ্ন, জিজ্ঞাসা, বিচারবিবেচনার নিমিত্ত উপস্থাপিত বিষয়। উত্তরপক্ষ। পূর্বপুরুষ বংশের পিতৃপিতামহাদি পূর্বগামী ব্যক্তিগণ। পূর্বফল্গুনী নক্ষত্রবিশেষ। পূর্ববৎ অব্য, পূর্বের ন্যায়, আগেকার মতো। পূর্ববর্ণিত পূর্বে বিবৃত, প্রথমে কথিত, আগে বর্ণনা করা হয়েছে এমন। পূর্ববর্তী পূর্বেকার, অতীতের, সেকালের। অগ্রে বা সম্মুখে স্থিত। পূর্ববর্তিনী। পূর্ববাদ প্রথম অভিযোগ বা নালিশ, প্রথম আবেদন বা প্রার্থনা। পূর্ববাদী প্রথমে অভিযোগকারী বা আবেদনকারী, ফরিয়াদি, বাদী। পূর্বভাদ্রপদ নক্ষত্রবিশেষ। পূর্বমীমাংসা জৈমিনি মুনি রচিত দর্শনশাস্ত্র। উত্তরমীমাংসা। পূর্বরঙ্গ নাটক ইত্যাদির প্রস্তাবনা বা ভূমিকা। শ্রীকৃষ্ণের প্রথম প্রেমানুরাগ। পূর্বরাগ প্রথম প্রেম বা আসক্তি, নায়কনায়িকার পরস্পর দর্শন বা শ্রবণাদি, প্রেম সঞ্চারিত হওয়ার ফলে হৃদ্‌গত ভাব। পূর্বরাত্র রাত্রির প্রথম অংশ। পূর্বরাত্রি বিগত রাত্রি। পূর্বলক্ষন ভবিষ্যতে ঘটবে এমন বিষয়াদির অতীতকালে প্রাপ্ত সংস্কার। পূর্ব জন্মার্জিত কর্মজনিত গুণ প্রবৃত্তি ও ধারণা। পূর্বসমুদ্র বঙ্গোপসাগর। পূর্বসূরি পূর্ববর্তী, অগ্রগামী, অগ্রজ বিদ্বান বা কবি। সম পেশার পূর্ববর্তী গণ্য/খাত ব্যক্তিগণ,

পূর্ব এর বাংলা অর্থ