পেট শব্দের বাংলা অর্থ ফুসফুস ও হৃৎপিণ্ডের নিম্নস্থ অঙ্গ, উদর, জঠর। গর্ভ। পাকস্থলী। মন। উদরান্ন। পেটআঁটা কোষ্ঠকাঠিন্য হওয়া। পেট কামাড়ানো পেট যন্ত্রণা হওয়া। বাহ্যের বেগ হওয়া। গোপনীয় কিছু প্রকাশ করার জন্য ব্যস্ত হওয়া। পেট খসা গর্ভচ্যুত হওয়া, গর্ভপাত হওয়া। পেট নামা, পেট নামানো উদরাময় হওয়া, পাতলা দাস্ত হওয়া। পেটপোড়া গর্ভনিরোধক কবিরাজি ঔষধ। পেটফাঁপা পেটে বায়ু হওয়া। পেট ফুলা অত্যধিক আহারে পেট স্ফীত হওয়া। পেট ফুলে কোলা ব্যাঙ পেট ফুলে বড় জালার মতো হওয়া। পেট ভরা আহার দ্বারা ক্ষুধা দূর হওয়া। পেট ভাতা, পেটে ভাতে মজুরি বাবত কেবল পেট ভরবার মতো অন্ন লাভ। কেবল খেতে পেয়ে বা খেতে দিয়ে বিনা বেতনে। পেটমরা বেশি খেতে পারে না এমন। পেটমোটা ভুঁড়িযুক্ত। পেটরোগা উদরাময় রোগগ্রস্ত, দুর্বল হজমবিশিষ্ট। পেটসর্বস্ব ভোজনবিলাসী, পেটুক। পেট হওয়া গর্ভ সঞ্চার হওয়া, অন্তসত্ত্বা হওয়া। পেটে আসা গর্ভে জন্ম নেওয়া। পেটে খিদে মুখে লাজমনে প্রবল বাসনা থাকলেও লজ্জাবশত প্রকাশ করতে না পারা। পেটে খেলে পিঠে সয়লাভ হলে কষ্ট সহ্য করা যায়। পেটে তলানো হজম হওয়া। পেটে থাকা হজম হওয়া। মনে গোপন থাকা। পেটে ধরা গর্ভে ধারণ করা। পেটে পেটে গোপনে। পেটে বোমা মারলেও কিছু বের না হওয়া পেটে কোনো বিদ্যা না থাকা। পেটের কথা অন্তরের কথা, মনের গোপন খবর। পেটের জ্বালা, পেটের দায়ক্ষুধার তাড়না, বুভুক্ষার পীড়ন। পেটের ভাত চাল হওয়াঅত্যন্ত দুর্ভাবনাযুক্ত বা ভীত হওয়া। পেটের ভিতর হাত পা সেঁধে যাওয়া/হাত পা সেঁধুনোকিংকর্তব্যবিমূঢ় হওয়া, অতি ভয়ে বা লজ্জায় জড়সড়। পেটের শত্রু যে সন্তান জননীর দুখের কারণ। পেটে সওয়া হজম করতে সক্ষম হওয়া, ভক্ষিত দ্রব্যাদি উদরে সহ্য হওয়া। খালিপেট অনাহারে শূন্য উদর, ক্ষুধার্ত অবস্থা। তলপেট নাভির নিম্নস্থ উদরাংশ, নাভি ও মূত্রাশয়ের মধ্যবর্তী দেহাংশ। নাদাপেট জালার মতো স্ফীত উদর বা ভুঁড়ি। ভরাপেট আহারপুষ্ট উদর,

পেট এর বাংলা অর্থ