পোকা শব্দের বাংলা অর্থ কীট। ক্ষুদ্র পতঙ্গবিশেষ। উইপোকা শ্বেত পিপীলিকা। কাঁচপোকা পোকা। কুমরেপোকা মাটির বাসা নির্মাণকারী ভিমরুল আকৃতির পোকবিশেষ। গাঁধি পোকা, গান্ধি পোকা অতি দুর্গন্ধযুক্ত পোকাবিশেষ, যা শরীরে লাগলে ঘা হয়ে যায়। গুটিপোকা গুটি। গুবরে পোকা চাল গম ইত্যাদি নাশকারী এক প্রকার কীট। জুনিপোকা জোনাকি। ঝিঁঝিঁ পোকা ঝিঁঝিঁ। টিপপোকা কালো রঙের কঠিন পাখাওয়ালা পোকাবিশেষ। বইয়ের পোকা বই। শুঁয়া পোকা সূক্ষ্মমুখ, কাঁটাওয়ালা ও লোমযুক্ত শরীর এবং বহু পাবিশিষ্ট এক প্রকার কীট। শ্যামা পোকা শ্যামা। সোনা পোকা উজ্জ্বল ময়ূরকণ্ঠী বর্ণের কীট যার পক্ষ কেটে টিপ তৈরি করা হয়। পোকা ধরা পোকা লাগা। পোকা পড়া পচে পোকা ধরা। লোক না পোকপোকার মতো তুচ্ছ,

পোকা এর বাংলা অর্থ