বরন শব্দের বাংলা অর্থ রং। অক্ষর। জাতি। রাশি অনুসারে জাতকের শ্রেণিভেদ। রাশি অনুসারে জাতকের শ্রেণিভেদ। বর্ণগুরু ব্রাহ্মণ। বর্ণচোরা পাকলেও বর্ণের পরিবর্তন হয় না এমন। বাইরে দেখে ভিতরে বোঝা অসম্ভব এমন। নিজের আসল পরিচয় গোপন করে এমন। বর্ণেচোরা আম যে আম পাকলেও কাঁচার মতো দেখা যায়, রং দেখে কাঁচা টক মনে হলেও প্রকৃতপক্ষে পাকা ও মিষ্ট আম। বাইরের চালচলন ও আকার দেখে যাকে চেনা যায় না, ছদ্মবেশী। বর্ণজ্ঞান অক্ষর পরিচয়। বর্ণজ্ঞানহীন অক্ষরের সঙ্গে পরিচয় নেই এমন, নিরক্ষর। বর্ণজ্যেষ্ঠ, বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ। বর্ণজ্যেষ্ঠা, বর্ণশ্রেষ্ঠা। বর্ণদাসী গণিকা। বর্ণদ্বিজ, বর্ণব্রাহ্মণ যে ব্রাহ্মণ নিম্নবর্ণের হিন্দুদের পৌরোহিত্য করে। বর্ণধর্ম হিন্দুমতে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র জাতির জন্য নির্ধারিত ধর্মকর্ম। বর্ণপাত্র রং রাখার আধার। বর্ণবিশ্লেষণ শব্দের বর্ণগুলোকে পৃথকভাবে দেখানো। বর্ণমালা ভাষার প্রযুক্ত বর্ণসমূহ, alphabet। বর্ণসংকর ভিন্ন বর্ণ বা জাতির মাতাপিতা থেকে উৎপন্ন। দোআঁশলা। বর্ণসংকরতা, বর্ণসংকরত্ব, বর্ণসাংকর্ষ। বর্ণহীন বিবর্ণ, রংশূন্য। বর্ণাঢ্য বর্ণে সমৃদ্ধ। জমকালো। বর্ণানুক্রম বর্ণ পরম্পরাগত। বর্ণানুক্রমিক বর্ণমালার পরম্পরা অনুসারে, alphabetical order। বর্ণান্ধ রঙের পার্থক্য চিনতে পারে না এমন। বর্ণাশ্রম ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রএই চার বর্ণের শ্রেণিবিন্যাস। বর্ণাশ্রম ধর্ম ব্রহ্মচর্যগার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাসএ চার আশ্রমে পালনীয় নিয়ম,

বরন এর বাংলা অর্থ