বহু শব্দের বাংলা অর্থ অনেক, প্রচুর, অধিক, বেশি, যথেষ্ঠ। নানা, নানাবিধ, বিবিধ। মহা, প্রকাণ্ড, বিশাল। দীর্ঘ। একের অধিক, একাধিক। অতি, খুব, অতিশয়, অত্যন্ত। বহুজ্ঞ বহুবিষয়বিদ, অনেক বিষয় জানে এমন। বহুদর্শী। অভিজ্ঞ, জ্ঞানী। বহুতা অনেক, বিস্তার, প্রভূত। বহুত/বহুত অনেক প্রকারে। বহুতর আরও বেশি। বহু, অনেক, প্রচুর। অত্যধিক, অত্যন্ত। বহু প্রকার, বিবিধ। বহুতা, বহুত্ব আধিক্য। বহুত্বক বহু স্তরবিশিষ্ট। বহুত্র বহু স্থলে, অনেক স্থানে, অনেক ক্ষেত্রে। বহুদর্শী বিচক্ষণ, অভিজ্ঞ, অনেক কিছু দেখেছে এমন। অনেক কিছু সম্পর্কে অভিজ্ঞ। দূরদর্শী। বহুদর্শিতা। বহুদশির্নী। বহুদূর অনেক দূর, বহু ব্যবধান। অনেক দূর অবস্থিত। যথেষ্ঠ বা অত্যন্ত দীর্ঘ। বহুদোষ অনেক দোষ, বহু দোষযুক্ত। বহুধা অনেক প্রকারে, বিভিন্ন দিকে, বহু ভাগে। বহুধার অনেক ধারাবিশিষ্ট। বহুপত্নীক একাধিক বা অনেক পত্নী আছে এমন, অনেক বিবাহ করেছে এমন। বহুপর্ণা ছাতিম গাছ। বহুপুত্রবতী বহু পুত্রের মাতা। বহুপুষ্প নিমগাছ। বহু পুষ্পযুক্ত। বহুপ্রজ শূকর। অনেক সন্তান হয় এমন। বহুপ্রসবিণী অনেক সন্তানের জন্মদান করেচে এমন। অনেক সন্তান হয়েছে এমন। বহুবচন একের অধিক ব্যক্তি বস্তু বা বিষয়বাচক শব্দ। বহুবল যার প্রচুর শক্তি বা সৈন্য আছে। বহুবল্লভ বহু রমণী বা নায়িকার প্রিয়। শ্রীকৃষ্ণ। বহুবল্লভা। বহুবিধ, বহুবিৎ অনেক বিষয়ে জানে এমন। বহুবিধ অনেক রকম, নানা প্রকার। বহুবিবাহ একাধিক পত্নী গ্রহণ। বহুবহুবিস্তীর্ণ দূর পর্যন্ত প্রসারিত। বহু বীজ যে ফলে অনেক বীজ থাকে। বহুবেত্তা বহুবিদ। অনকে বিষয়ে জানে এমন, বহুদর্শী। অভিজ্ঞ। বহুব্যয়ী অমিতব্যয়ী, যে অত্যধিক খরচ করে। বহুব্রীহি বহুশস্যবিশিষ্ট। সমাস বিশেষ, যে সমাসে দুই বা বহুপদ দ্বারা সমাস হয়ে সমাসঘটিত পদগুলোকে না বুঝিয়ে অন্য কোনো পদ বা বস্তুকে বুঝায়। বহুভঙ্গিম বহু প্রকার অভিব্যক্তি আছে এমন। বহুভাগ, বহুভাগ্য অতিশয় ভাগ্যবান। অত্যন্ত সদয় বা অনুকূল অদৃষ্ট। বহুভাগী। বহুভাষী বিন অনেক ভাষাবিদদ, বহু ভাষাভিজ্ঞ, বিভিন্ন ভাষায় কথা বলে এমন। বেশি কথা বলে এমন, বাচাল। বহুভাষিণী। বহুভূজ বহু বাহুবিশিষ্ট। চারটির বেশি বাহু আছে যে ক্ষেত্রের, polygon। বহুভোজী যে প্রচুর খায়। বহুমঞ্জরি তুলসী, যে গাছে বহু মুকুল হয়। বহুমত অতি সমাদৃত, অত্যন্ত সম্মানিত। বহুমান অত্যন্ত সমাদর, প্রভূত সম্মান ও গৌরব। বহুমানাস্পদ অতিশয় মাননীয় ব্যক্তি বা সম্মানের পাত্র। বহুমাত্রিক বহু ব্যঞ্জনা বা তাৎপর্য সম্পন্ন। বহুমার্গ অনকে পথওয়ালা, অনেক পথযুক্ত। বহুমুখ, বহুমুখী অনেক মুখযুক্ত। যার নানাদিকে মুখ বা প্রবণতা। বিভিন্ন বিষয়ে দক্ষতা। বহুমূত্র রোগ বিশেষ, মধুমেহ, যে রোগে বার বার প্রস্রাব হয় ও প্রস্রাবের সঙ্গে শর্করা নির্গত হয়। বহুমূর্তি অনেক মূর্তিবিশিষ্ট। হিন্দুদের দেবতা শিব, বিষ্ণু। বহুমূল, বহুমূলক ঘাসবিশিষ। বটবৃক্ষ। বহুমূল বিশিষ্ট, অনেক শিকড়যুক্ত। বহুমূল্য অতিশয় দামি, মহার্ঘ, মূল্যবান, গভীর অর্থপূর্ণ। বহুরন্ধ্র অনেক ছিদ্রবিশিষ্ট। বহুরশিক অনেক রাশিযুক্ত। বহুরূপ নানান রকম, বিভিন্ন প্রকার, নানারূপ। বহুরূপী কাঁকলাস, গিরিগিটি। নানা রূপ ধারণ করে এমন, বহু রূপে সেজে লোকের চিত্ত বিনোদন করে এমন। বহুশ, বহুশ অনেকবার। নানাভাবে। বহুশত্রু চড়ুই পাখি। অনেক শত্রু বিশিষ্ট। বহুশাখ অনেক ডাল যুক্ত। বহুশিখ অনেক শিখাবিশিষ্ট। বহুশ্রুত অনেকবার বেদাদি শ্রবণ করেছেন এমন, সুপণ্ডিত। বহুসন্ততি বেউড় বাঁশ। অনেক সন্তানযুক্ত। বহুস্বামিক যার অনেক প্রভু বা মালিক,

বহু এর বাংলা অর্থ