বায়ু শব্দের বাংলা অর্থ বায়ু পৃথিবীকে ঘিরে রেখেছে এমন অক্সিজেন ও নাইট্রোজেনজাত গ্যাসীয় বস্তু, হাওয়া, বাতাস, দেহমধ্যস্হ পঞ্চবায়ু, দেহমধ্যস্হ ধাতুবিশেষ বাতিক, বাই।বায়ুকেতু ধূলি, বাতকেতু।বায়ুকোণ উত্তর ও পশ্চিম দিকের মধ্যবর্তী কোণ।বায়ুগতিবিদ্যা বায়ুর গতি বা প্রবাহসংক্রান্ত বিদ্যা, aerodynamics.,বায়ুগ্রস্ত বায়ু রোগে আক্রান্ত, বাতিকগ্রস্ত।বায়ুজীবী কেবলমাত্র বায়ু আহার করে জীবনধারণকারী, বায়ুভূক, aerobic,বায়ুতাড়িত বাতাস তাড়িয়ে নিয়ে গেছে এমন।বায়ুদূষণ বাতাস দূষিত হওয়া, air pollution.,বায়ুনিরোধক বায়ুর প্রবেশ বন্ধকারীairtight.,বায়ুপথ আকাশ।বায়ুপরিবর্তন স্বাস্হ্যোন্নতির জন্য অন্য স্হানে যাওয়া।বায়ুপ্রবাহ ধাবমান বায়ুর স্রোত বা বেগ।বায়ুভুক বায়ু ভক্ষণকারী, অনাহারী। সাপ।বায়ুমণ্ডল পৃথিবীর উপরিস্হ যেস্হান পর্যন্ত বায়ু আছে, পৃথিবীর উপরিস্হ বায়ু, atmosphere.,বায়ুরোগ কুপিত বায়ুজনিত রোগ, উন্মাদ রোগ।বায়ুশূন্য বায়ুহীন, বায়ু নেই এমন।বায়ুসেবন উন্মুক্ত স্হানের বিশুদ্ধ বায়ু শ্বাসপ্রশ্বাসের সঙ্গে দেহের মধ্যে গ্রহণ।বায়ুস্তর বায়ুমণ্ডল, বায়ুর থাক। বাতাস, হাওয়া, পবন, বাত, অনিল, মরুৎ, মারুত, সমীর, সমীরণ। বাই, বাতিক। দেহমধ্যস্থ ধাতুবিশেষ, দেহস্থ পাঁচটি বায়ুপ্রাণ, অপান, সমান, উদান, ব্যান। বায়ুকেতু ধূলি। বায়ুকোণ উত্তর ও পশ্চিম দিকের মদ্যবর্তী কোণ। বায়ুকোষ ফুসফুস, শরীরের মধ্যস্থ বায়ু থাকার আধার। বায়ুগতি বায়ুর মত দ্রুতগতি। বায়ুগ্রস্ত বায়ুরোগাক্রান্ত। বাতিকগ্রহস্ত। বায়ুঘরট্ট বায়ু প্রবাহের দ্বারা চালিত ঘরট্ট। বায়ুজীবী কেবল বায় আহার পূর্বক জীবন ধারণ করে এমন। বায়ুতনয়, বায়ুনন্দন হনুমান। বায়ুপথ আকাশ। বায়ুপরিবর্তন স্বাস্থ্যলাভার্থ এক স্থান হতে অন্য স্থানে গমন। বায়ুপ্রবাহ বায়ুর স্রোত বা বেগ। বায়ু বাহিনী বায়ু সঞ্চারিণী শিরা। বায়ু বিজ্ঞান আবহবিদ্যা, meteorology। বায়ুভুক বায়ু ভক্ষণ করে বাঁচে এমন, বায়ুভক্ষণকারী। সাপ, অহি। বায়ুমণ্ডল পৃথিবীর উপরে আকাশে যতদূর পর্যন্ত বাতাস আছে। আকাশ, শূন্য। বায়ুমান যন্ত্র যে যন্ত্রে বায়ুর চাপ মাপা হয়, barometer। বায়ুরোগ উন্মাদ রোগ, ক্ষিপ্ততা বা পাগলামি রোগ, বাতিক। বায়ুরোধী বাতাস প্রবেশ করতে বা বের হতে না পারে এমনভাবে আবদ্ধ, airtight। বায়ুসখ, বায়ুসখা অগ্নি। বায়ুসেবন খোলা জায়গায় ভ্রমণের দ্বারা বিশুদ্ধ বায়ু গ্রহণ। বায়ুস্তর বায়ুর বিভিন্ন থাক বা পর্যায়,

বায়ু এর বাংলা অর্থ